বিদায় বেলায় চমক দেখাচ্ছে শীত, আরও কমবে তাপমাত্রা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত বেশ কয়েকটা বছর ধরেই শীত (Winter) সেভাবে বঙ্গে তার আধিপত্য বজায় রাখতে পারেনি। চলতি মরশুমেও শীত নিয়ে খুশি হল না বঙ্গবাসী। ফেব্রুয়ারির শুরুতে ঠান্ডার আমেজ মেলেনি। উল্টে সরস্বতী পুজোয় রীতিমতো গরমে হাঁসফাঁস করেছে সকলে। কিন্তু ঠিক তার পরেরদিনই একধাক্কায় তাপমাত্রার পারদ নামল বঙ্গে। গত কয়েকদিনের তুলনায় হালকা শীতের আমেজ অনুভূত হল ভোরের দিকে।


আমাদের সাথে যুক্ত হন

Join Now

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আগামীকাল অর্থাৎ বুধবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। কিন্তু পরে তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হবে বলে জানা গিয়েছে।

READ MORE:  বার্ড ফ্লু নয়! অন্য রোগে বাংলায় মৃত্যু হাজার হাজার মুরগির, খোলসা করলেন বিশেষজ্ঞ

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহওয়া শুষ্কই থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ থেকে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সর্বনিম্ন পারদ ঘোরাফেরা করতে পারে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভোরের দিকে কুয়াশা থাকবে।

READ MORE:  ফের জোড়া ঘূর্ণাবর্তের চোখরাঙানি, বদলে যাবে জেলাগুলির তাপমাত্রা, আজকের আবহাওয়া

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়াও শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কোথাও আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনকি উত্তরের পাহাড়ি জেলাগুলির কোথাও আজ তুষারপাতও হবে না। কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার দাপট থাকতে পারে উত্তরবঙ্গে।

READ MORE:  Saraswati Puja Weather: সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি দক্ষিণবঙ্গে, জলে যাবে সরস্বতী পুজোর আনন্দ? আবহাওয়ার খবর | South Bengal Weather Update
Scroll to Top