লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বিনামুল্যে রেশনের দিন শেষ! শুধু এবার থেকে এই সমস্ত লোকেরাই পাবে রেশন

Published on:

দেশের বহু মানুষ এখনো দরিদ্রসীমার অনেক নীচে বসবাস করছেন। অনেকের পক্ষে তিনবেলা খাবার জোটানো দায় হয়ে পড়ে। আর সেই বাস্তবতাকে সামনে রেখে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চালু রেখেছে বিনামূল্যে রেশন ব্যবস্থা (Ration System)। তবে এবার রেশন কার্ড সংক্রান্ত ব্যবস্থায় আসছে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন। জানা যাচ্ছে এবার সবাই নয়, বরং কেবলমাত্র বিশেষ কিছু গ্রাহকই বিনামূল্য রেশন পাবেন। 

কারা কারা পাবেন এই সুবিধা?

রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেবল গ্রামাঞ্চলে বসবাসকারী দরিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলি এবার থেকে বিনামূল্য রেশন কার্ড পাবেন। আর এই কার্ড থাকলেই একমাত্র মিলবে চাল, গম সহ একাধিক খাদ্যসামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে।

READ MORE:  UPPSC Recruitment 2025: শুরুতেই বেতন ৫৬,১০০! পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রচুর শূন্যপদে নিয়োগ | Public Service Commission Job

কীভাবে আবেদন করবেন এই বিশেষ কার্ডের জন্য?

এই কার্ড বানানোর জন্য মোটেও অনলাইনে আবেদন করা যাবে না। বরং নিজের এলাকার রেশন দোকান বা সংশ্লিষ্ট অফিসে গিয়ে সরাসরি আবেদন করতে হবে। যারা প্রকৃতপক্ষে গরিব এবং দরিদ্রসীমার নীচে বসবাস করে, একমাত্র তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। 

আবেদন করার জন্য কী কী প্রয়োজন? 

এখনো পর্যন্ত সরকারি তথ্য মারফত জানা যাচ্ছে, এই কার্ডের জন্য আবেদন করতে যে ডকুমেন্টগুলি লাগবে, তা হল দরিদ্র সীমার প্রমাণপত্র, আধার কার্ড বা পরিচয়পত্র, গ্রামে বসবাস করার প্রমাণপত্র, প্যান কার্ড এবং আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন ছবি। 

READ MORE:  SBI Fellowship: প্রতিমাসে ১৯ হাজার টাকা, পড়ুয়াদের সুবর্ণ সুযোগ দিচ্ছে SBI ফেলোশিপ | SBI Youth For India Fellowship 2025-26

তালিকায় কীভাবে নাম চেক করবেন?

এই তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা চেক করার জন্য আপনাকে শুধু নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে-

  • প্রথমে আপনাকে ন্যাশনাল ফুড সিকিউরিটি পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। 
  • এরপর সেখানে ‘Ration Card’ বা ‘Beneficiary List’ অপশনে ক্লিক করতে হবে। 
  • এরপর নিজের রাজ্য, জেলা এবং ব্লক নির্বাচন করতে হবে। 
  • এরপর সংশ্লিষ্ট তালিকাটি একটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। 
READ MORE:  PM SVANidhi Scheme: সহজেই আবেদন, ব্যবসার জন্য ৫০ হাজার টাকা দেবে সরকার! মিলবে বিরাট সুবিধাও | PM Svanidhi Scheme Give Loans Up To Rs 50000 For Business

তবে আবারও বলে রাখি, এই বিশেষ রেশন কার্ডের সুবিধা শহরের বাসিন্দাদের জন্য নয়। বরং গ্রামীণ এলাকায় গরিব পরিবারগুলির উদ্দেশ্যই চালু করা হয়েছে। আর এই উদ্যোগের ফলে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জীবনযাত্রার মান আরো একধাপ এগিয়ে যাবে। 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.