বিনামূল্যে IPL দেখতে পাবে Airtel ও VI গ্রাহকরা, কথা চলছে JioHotstar এর সাথে | Jio Talking with Airtel VI

জিও এবং হটস্টার এক হয়ে এখন JioHotstar নামে পরিচিত। এই ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যায় জিও’র একাধিক রিচার্জ প্ল্যানে। এবার সেই পরিষেবা এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার প্ল্যানেও যাতে সংযুক্ত করা যায় তার জন্য আলোচনা শুরু করল মুকেশ আম্বানির কোম্পানি। আইপিএল শুরুর আগে এই পরিষেবা যাতে চালু করা যায় সে দিকটিও দেখা হচ্ছে।

READ MORE:  Free JioHotstar Subscription: বিনামূল্যেই IPL দেখার সুযোগ দিচ্ছে JioHotstar, চমক দিল আম্বানির সংস্থা | Watch Free IPL In JioHotstar

JioHotstar চালু হওয়ার পরে জিওসিনেমাতে বিনামূল্যে IPL দেখার সুযোগটিও সমাপ্ত হতে চলেছে। যেহেতু জিওহটস্টার প্ল্যাটফর্ম সম্পূর্ণ সাবস্ক্রিপশন ভিত্তিক, তাই তাতে বিনামূল্যে ম্যাচ উপভোগ করার সুযোগ হারাতে পারেন ক্রিকেট-ভক্তরা। তবে অন্যান্য ওটিটি অ্যাপের মতো এই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দেশের শীর্ষ তিন টেলিকম অপারেটরের যোগ করার প্রচেষ্টায় জিও।

জিওহটস্টার সাবস্ক্রিপশন

জিওহটস্টার সাবস্ক্রিপশনের জন্য সবথেকে সস্তা প্ল্যান রয়েছে ১৪৯ টাকার। এই প্ল্যানে তিন মাস সাবস্ক্রিপশন এবং ৪কে স্ট্রিমিং করার সুবিধা রয়েছে। সূত্রের খবর, তিন টেলিকম কোম্পানির মধ্যে এই অংশীদারিত্ব সম্পন্ন হলে, আলাদা করে কোনও সাবস্ক্রিপশন ছাড়াই এই প্ল্যাটফর্ম উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

READ MORE:  ফের দলে দলে গ্রাহক যোগ দিচ্ছে Jio নেটওয়ার্কে, সুখের দিন শেষ BSNL এর?

এক রিপোর্টে দাবি, প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানের সাথে ওটিটি (ওভার-দ্য-টপ) সাবস্ক্রিপশন একত্রিত করলে টেলিকম ডেটা ব্যবহার বাড়বে। জিওসিনেমা এবং ডিজনি+হটস্টার-এ বিনামূল্যে লাইভ ক্রিকেট গত দুই বছরে ডেটা ব্যবহার বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

এখন দেখার বিষয়, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া জিও’র এই প্রস্তাবে সম্মতি জানায় কিনা, যদিও যারা এই মুহূর্তে জিও সিম ব্যবহার করছেন, তাদের জন্য ইতিমধ্যে জিও’র তরফে একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে বিনামূল্যে এই জিওহটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

READ MORE:  ফের ধাক্কা খেল Jio গ্রাহকরা, আর পাওয়া যাবে না বিনামূল্যের এই বিশেষ সুবিধা | Jio Removes JioCinema Free Subscription

Scroll to Top