শ্বেতা মিত্র, কলকাতা: নতুন মাসের শুরুতেই বড়সড় রেল দুর্ঘটনা এড়ানো গেল। আরেকটু এদিক ওদিক হলে বড়সড় রেল দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে চালকের তৎপরতায় তা হয়নি। শুক্রবার সকালে উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় একটি বড় রেল দুর্ঘটনা এড়ানো গেছে। দেরাদুন থেকে দিল্লিগামী জন শতাব্দী এক্সপ্রেসের (Jan Shatabdi Express) ইঞ্জিনের চাকা নাগাল এলাকায় আটকে যায়। এর ফলে, রেলপথের ৫০ মিটার পর্যন্ত ক্লিপগুলি উপড়ে পড়ে। চালক ট্রেন থেকে নেমে দেখেন, ইঞ্জিনের একটা চাকা গলে গিয়েছে, যা কিনা রেলের ইতিহাসে এক বিরলতম ঘটনা। লোকো পাইলটের সতর্কতার কারণে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার হাত থেকে রক্ষা পেলেও ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
গলে গেল ট্রেনের চাকা
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। জন শতাব্দী এক্সপ্রেস দেরাদুন থেকে দিল্লি যাচ্ছিল। নাগালের কাছে বাইরের সিগন্যালের কাছে ট্রেনের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। হঠাৎ ইঞ্জিনের চাকা জ্যাম হয়ে যায়। সবথেকে বড় কথা, ঘটনার সময়ে ট্রেনটিতে যাত্রী ছিলেন। চাকা জ্যামের কারণে ট্রেনের গতি কমে যায়। রেললাইনের প্রায় ৫০ মিটার পর্যন্ত ক্লিপ উপড়ে পড়েছে। সময়মতো ট্রেন নিয়ন্ত্রণ না করলেএটি উল্টে যেতে পারত।
ট্র্যাক মেরামতের কাজ চলছে
রেল কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা ট্র্যাক মেরামতের কাজ শুরু করেছে। এই দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়। কিছু ট্রেন থামানো হয়েছিল এবং কিছু বিলম্বিত হয়েছিল। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ইঞ্জিনের চাকা কীভাবে জ্যাম হয়ে গেল তা জানার চেষ্টা করছে তারা। তারা কেন ক্লিপগুলি ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তাও খতিয়ে দেখবে। । এই দুর্ঘটনার কারণে, বন্দে ভারত এবং উজ্জয়িনী এক্সপ্রেস সহ আরও অনেক ট্রেন মাঝপথে থামাতে হয়েছিল। হঠাৎ ট্রেন থামার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি সঙ্গে সঙ্গে নজরে না এলে শয়ে শয়ে প্রাণের ক্ষতি হয়ে যেতে পারত।