লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বিশ্বের দীর্ঘতম সমুদ্রতল ইন্টারনেট কেবল বসাল এয়ারটেল, রয়েছে ১০০ টিবিপিএস ক্ষমতা

Published on:

ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel এদিন বিশ্বের দীর্ঘতম সমুদ্রতল ইন্টারনেট কেবল স্থাপন করল, যার নাম ২আফ্রিকা পার্লস। সেন্টার৩, ভোডাফোন এবং মেটার সহযোগিতায় এই ৪৫,০০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত ইন্টারনেট কেবল বসিয়েছে এয়ারটেল। এর ফলে মধ্যপ্রাচ্যের মাধ্যমে এশিয়াকে আফ্রিকা এবং ইউরোপের সাথে সংযুক্ত করা যাবে বলে দাবি করা হয়েছে।

মেটা, সেন্টার৩ এবং ভোডাফোন গ্রুপের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামের নেতৃত্বে ২আফ্রিকা পার্লস সিস্টেমটি গড়ে তোলা হয়েছে। ভারতের দিক থেকে এই কেবল পরিচালনা করবে এয়ারটেল, যা ১০০ টিবিপিএস (টেরাবিট প্রতি সেকেন্ড) ক্ষমতা ধারণ করতে সক্ষম।

READ MORE:  আকর্ষণীয় ডিজাইনে মাত্র 35,000! Ola S1 ইলেকট্রিক স্কুটার নিয়ে এল নতুন চমক

উল্লেখ্য, গত মাসে চেন্নাই ও মুম্বাইতে SEA-ME-WE-৬ কেবল স্থাপন করেছে কোম্পানি, যা মিশরের মাধ্যমে ভারত, সিঙ্গাপুর এবং ফ্রান্সকে সংযুক্ত করবে।

এই প্রসঙ্গে এয়ারটেল বিজনেসের পরিচালক এবং সিইও শরৎ সিনহা বলেন, “আমাদের গ্রাহকদের উচ্চ আপটাইম, নির্ভরযোগ্যতা এবং উন্নত মানের নেটওয়ার্ক সরবরাহের জন্য বিশ্বব্যাপী কেবল সিস্টেমে বিনিয়োগ চালিয়ে যাব আমরা।”

তবে এক্ষেত্রে বলে রাখা উচিত, এয়ারটেলের এই বিস্তৃত কেবল লাইনে যে সংস্থাগুলির যোগদান রয়েছে সেগুলি হল – Bayobab, China Mobile International, Orange, Telecom Egypt এবং WIOCC এর মতো আন্তর্জাতিক সংস্থা।

READ MORE:  2025 MG Comet EV Launched: টাটা বা মাহিন্দ্রা নয়, পাঁচ লাখের কমে দেশের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি আনল এই সংস্থা | 2025 MG Comet EV Price

আর কেবল সিস্টেমের যন্ত্রপাতি উৎপাদন ও স্থাপনের কাজে নিযুক্ত রয়েছে আলকেটেল সাবমারিন নেটওয়ার্কস। এই মাইলফলকের পর এয়ারটেল এখন বিশ্বব্যাপী ৩৪টি সাব-সি কেবল সিস্টেমে বিনিয়োগ করেছে। যার নেটওয়ার্ক ৫০টি দেশ এবং পাঁচটি মহাদেশ জুড়ে ৪,০০,০০০ রুট কিলোমিটার জুড়ে বিস্তৃত।

প্রসঙ্গত, সমুদ্রতলে অবস্থিত এই কেবলগুলিকে বিশ্বব্যাপী টেলিযোগাযোগের মেরুদণ্ড বলা হয়। কারণ এগুলি প্রায় ৯৯ শতাংশ ইন্টারনেট ট্র্যাফিক এবং বাণিজ্য, অর্থ, সরকারি কাজ, ডিজিটাল স্বাস্থ্য এবং শিক্ষার মতো সহায়ক পরিষেবা বহন করে থাকে।

READ MORE:  আপনার আধার নম্বর অন্য কেউ ব্যবহার করছে না তো? কীভাবে চেক ও রিপোর্ট করবেন দেখে নিন
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.