লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা প্রকাশ, বিপর্যস্ত পাকিস্তান, বাংলাদেশ! কততে ভারত?

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার 2024 সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত (Corrupt Countries) দেশগুলির তালিকা প্রকাশ করল ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল। সূত্রের খবর, 2021 সালের নভেম্বর থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত গোটা বিশ্বের বিভিন্ন দেশকে নিয়ে তথ্যের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্র থেকে শুরু করে সরকারি খাতে দেশগুলির দুর্নীতির ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করেছে TI।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

তালিকায় অবস্থানরত দেশগুলিকে দুর্নীতির ভিত্তিতে 0 থেকে 100 নম্বরের মধ্যে রেট করা হয়েছে। যেখানে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দেশকে সৎ দেশ এবং সর্বনিম্ন নম্বর প্রাপ্ত দেশটিকে চরম দুর্নীতিগ্রস্ত দেশ বলে ঘোষণা করা হয়েছে ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বার্লিনের রিপোর্টে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকায় ভারতের স্থান কততে।

সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত 5 দেশ

জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেসি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী, 100 নম্বরের মধ্যে যেসব দেশ 90 বা তার থেকে সামান্য কম নম্বর পেয়েছে সেই সব দেশে দুর্নীতির পরিমাণ খুবই নগণ্য। সিপিআই অনুযায়ী একেবারে কম দুর্নীতিগ্রস্ত দেশের সংখ্যা তালিকায় মাত্র 5টি। কম দুর্নীতির নিরিখে সিপিআইয়ের 100 নম্বরের মধ্যে 90 স্কোর নিয়ে সবচেয়ে ভাল জায়গায় রয়েছে ডেনমার্ক। এর অর্থ নির্ধারিত 190টি দেশের মধ্যে ডেনমার্কে দুর্নীতির সংখ্যা সবচেয়ে নগণ্য।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

একইভাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড। এই দেশে দুর্নীতির পরিমাণ ডেনমার্কের তুলনায় খানিকটা বেশি। যার কারণে সূচকে দেশটির স্কোর হয়েছে 88। এরপর তালিকার তৃতীয় স্থানে নাম রয়েছে সিঙ্গাপুরের। দুর্নীতির বিচারে এই দেশটি স্কোর 84। এছাড়াও কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির তালিকায় যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে 83 স্কোরে নিউজিল্যান্ড ও লুক্সেমবার্গ, নরওয়ে এবং সুইজারল্যান্ড (যৌথভাবে পঞ্চম)। যৌথভাবে পঞ্চম স্থানে থাকা 3 দেশের পয়েন্ট 81।

READ MORE:  পাকিস্তানে খুন ভারতের এক নম্বর শত্রু আবু কতাল, হাফিজ সইদের মৃত্যু নিয়েও জল্পনা

দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?

প্রাপ্ত তথ্য বলছে, সূচকের দাবি মেনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির তালিকায় প্রথমে রয়েছে ভুটান। এই দেশটি দুর্নীতিগ্রস্ত দেশগুলির থেকে অনেকটাই এগিয়ে। সিপিআই অনুযায়ী, 100 নম্বরের মধ্যে ভুটানের স্কোর 72। রিপোর্ট বলছে, ভুটানে 2025 সালের তুলনায় দুর্নীতি অনেকটাই কমেছে। যার ফলে এর ধারে কাছে নেই দক্ষিণ এশিয়ার অন্য কোনও দেশ।

READ MORE:  সুপ্রিম কোর্টে কপাল পুড়ল চাকরিপ্রার্থীদের

চরম দুর্নীতিতে ধুঁকছে বাংলাদেশ

2024 সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশগুলির তালিকায় পদ্মা পাড়ের বাংলাদেশকে 151 নম্বরে জায়গা দিয়েছে ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল। সূত্র বলছে, 2023 সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলির তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল আরও কিছুটা পিছিয়ে। তবে তা হলেও শেখ হাসিনার শাসনকাল এবং তার পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ওপার বাংলায় দুর্নীতি উল্লেখযোগ্য হারে কমেনি। যদিও বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করছে, সেদেশে বিগত বছর গুলির তুলনায় দুর্নীতি অনেকটাই হ্রাস পেয়েছে।

দুর্নীতিতে এগিয়ে পাকিস্তান, পিছিয়ে ভারত

সিপিআইয়ের রিপোর্ট অনুসারে, গত বছর বিশ্বজুড়ে দুর্নীতির নিরিখে আবারও খারাপ ফর্মে নাম জড়িয়েছে পাকিস্তানের। বর্তমানে 27 স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলির তালিকায় 135 নম্বরে রয়েছে ভারতের পশ্চিম দিকের প্রতিবেশী দেশ পাকিস্তান। তবে দুর্নীতির নিরিখে পাকিস্তানের তুলনায় ভারতের পয়েন্ট অনেকটাই বেশি। আর সেই কারণেই দুর্নীতিগ্রস্ত দেশগুলির নিরিখে 96তম স্থান দখল করেছে ভারত। উল্লেখ্য, ভারতের দুই প্রতিবেশী দেশ চিন এবং শ্রীলঙ্কা যথাক্রমে 76 ও 121 নম্বরে রয়েছে।

আরও পড়ুন: হম্বিতম্বি সার, আদানিকেই বিদ্যুৎ দেওয়ার আবেদন বাংলাদেশের

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ এগুলিই

সিপিআইয়ের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সুদান। 8 পয়েন্ট 180টি দেশের মধ্যে এটি সর্বনিম্ন স্থান পেয়েছে। এরপরই বিশ্বের দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে 179 নম্বরে জায়গা হয়েছে সোমালিয়া। এরপর একে একে একে ভেনিজুয়েলা, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, ইরিত্রিয়া, ইকুয়েটোরিয়াল গিনি ও নিকারাগুয়ার মতো দেশগুলিতে যে সবচেয়ে বেশি দুর্নীতি রয়েছে তা ট্রান্সপারেসি ইন্টারন্যাশনালের রিপোর্ট থেকেই প্রমাণিত।

READ MORE:  বারবার আসছে ফোন! চাকরি যাওয়ার পর আরেক বিপদ শিক্ষকদের সামনে
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.