লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বিহারের ভুয়ো বার্থ সার্টিফিকেটে বাংলায় দুর্নীতি, পুলিশের নজরে দক্ষিণবঙ্গের ২ জেলা

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: বেশ কয়েক মাস আগে ভুয়ো বার্থ সার্টিফিকেট (Fake Birth Certificates) কাণ্ডে রাজ্যে এক বড় রকমের দুর্নীতি প্রকাশ্যে এসেছিল। যা নিয়ে কলকাতা পুলিশ জোরকদমে তদন্তে নেমেছিল। কলকাতা পুলিশ গোয়েন্দা বিভাগের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল। আর সেই তথ্যগুলিকে এবার তদন্তের গুটি হিসেবে ধরে এক বড় বিস্ফোরক তথ্য তুলে ধরল কলকাতা গোয়েন্দা পুলিশ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কলকাতা পুলিশের তদন্তে এবার বিহার

কয়েক দিন আগে কলকাতা পুলিশের পাসপোর্ট বিভাগে ৭ জন আবেদনকারীর নথি যাচাই করার কাজ চলছিল। এমন সময় ভুয়ো জন্ম শংসাপত্রের বিষয়টি সামনে উঠে আসে। শুরু হয় অদন্ত। দেখা যায় হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা-সহ কলকাতার আশপাশে অন্তত পাঁচটি জায়গা থেকে এই ভুয়ো জন্ম শংসাপত্র জমা দিয়ে পাসপোর্টের আবেদন জানানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল ওই শংসাপত্রগুলি সুদূর বিহার থেকেই তৈরি করানো হয়েছিল বলে জোর জল্পনা করছে কলকাতা পুলিশ। আর তাই এই ধারণা ঠিক কতটা সত্যি তা জানতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের টিম বিহারে গিয়ে তল্লাশি চালানোর পরিকল্পনা করেছে।

READ MORE:  Weather Update: চৈত্রের সন্ধিক্ষণে বঙ্গোপসাগরে নিম্নচাপ! বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় | Heavy Rainfall May Happen In South Bengal

ভুয়ো জন্ম শংসাপত্র নিয়ে এবার নয়া তথ্য

এদিকে সম্প্রতি পাসপোর্ট চক্রের সন্ধানে নেমে গোয়েন্দারা লক্ষ্মণ ভারতী নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেন। ওই ব‌্যক্তিটি পাসপোর্ট তৈরির জন্য জন্ম শংসাপত্র জমা দিয়েছিল। এবং সে কলকাতার বাসিন্দা তা প্রমাণ করার জন্য ভুয়ো জন্ম শংসাপত্র জানায়। কিন্তু নথি যাচাইয়ের সময় পুলিশের হাতে ধরা পড়ে যায়। শেষে লক্ষ্মণ নিজের মুখে স্বীকার করে যে সে আসলে বিহার থেকে কলকাতার ভুয়ো জন্ম শংসাপত্র জোগার করেছিল। সে আরও বলেন যে তাঁর এক আত্মীয় বিহার থেকে মোটা টাকার বিনিময়ে ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করিয়ে দিয়েছিল। আর তাতেই প্রশ্ন উঠছে তবে কি এই জাল জন্ম শংসাপত্রের আঁতুড়ঘর বিহারে অবস্থিত।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তবে কলকাতা পুলিশ গোয়েন্দাদের নজরে শুধু বিহার নজরে নেই, তার সঙ্গে পাসপোর্ট কেন্দ্রের বাইরে যে দালালরা কাজ করেন, তাদের একাংশ এই চক্রের সঙ্গে জড়িত বলে মনে করছে পুলিশের অনুমান। বেশ কয়েকটি পুরসভা, পঞ্চায়েত ও নির্বাচন কমিশনের শাখা অফিসে একাধিক পরিচয় পত্র সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হয়েছে। এদিকে পাসপোর্ট জালিয়াতির তদন্তে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া পরিচয় পত্র, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড সঠিক কি না, তা যাচাইয়ের কাজ চালাচ্ছে কলকাতা পুলিশ।

READ MORE:  Habra: ৩ দিন স্কুল, ৩ দিন ট্রেনে হকারি! সংসারের হাল ধরতে কোমর বেঁধে ব্যবসা করছে বছর ১২-র বিক্রম | Bikram Train Hawker

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.