লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বেড়ে গেলে অবসরের বয়স! এই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নেতৃত্বাধীন সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে হেটেছে (Cabinet Meeting)। রাজ্যের স্বাস্থ্য এবং শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের পাশাপাশি দলিত সম্প্রদায়ের জন্য এবার বড়সড় ঘোষণা এসেছে, যা রাজ্যের সামাজিক উন্নয়নের পথে নতুন দিশা দেখাচ্ছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

চিকিৎসক এবং মেডিকেল অধ্যাপকদের বাড়ল অবসরের বয়স

ক্যাবিনেট বৈঠকের পর রাজ্যের অর্থমন্ত্রী হারপাল সিং চীমা সাংবাদিক সম্মেলনকে স্পষ্ট জানিয়ে দেন, পাঞ্জাবের মেডিকেল অধ্যাপকদের অবসরের বয়স এবার ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করা হচ্ছে। হ্যাঁ, দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই অধ্যাপকদের জ্ঞানের সঠিক ব্যবহার করতেই এই কড়া সিদ্ধান্ত। একই সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের অবসরের বয়স ১৮ বছর থেকে ৬৫ করা হয়েছে। তবে জানিয়ে রাখি, তারা চুক্তিভিত্তিক নিয়োগেই থাকবেন।

READ MORE:  মার্চেই মিলবে বকেয়া DA? সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট

পঞ্চায়েত বিভাগের ব্লক গঠনে বড়সড় পরিবর্তন

মন্ত্রীর হারপাল সিং চীমার কথায় স্পষ্ট, রাজ্যের পঞ্চায়েত বিভাগে ব্লকগুলির পুনর্গঠন করা হবে। পাশাপাশি ব্লকগুলিকে আরো বাস্তবমুখী করে তোলার জন্যই এই নতুন পরিকল্পনার পথে হাঁটছে রাজ্য সরকার। এর ফলে প্রশাসনিক কাজ হবে আরও স্বচ্ছ এবং কার্যকর।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

ইমপ্রুভমেন্ট ট্রাস্টে OTC স্কিমে মিলছে বিশেষ ছাড়

সূত্র বলছে, ইমপ্রুভমেন্ট ট্রাস্টের অধীনে OTC বা ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিম এর আগে প্রযোজ্য ছিল না। কিন্তু এই বৈঠকে কড়া সিদ্ধান্ত নেওয়া হয় এই স্কিম চালু করার জন্য। পাশাপাশি চুক্তির ফি ৫০% মুকুব করা হয়েছে। এর ফলে মানুষের উপর থেকে আর্থিক বোঝা অনেকটাই নেমে যাবে। 

READ MORE:  Gold And Silver Price Today: মুখ থুবড়ে পড়ল সোনা-রুপোর দাম! মধ্যবিত্তদের মুখে হাসি, দেখুন আজকের রেট | APR 7 Gold, Silver Price

দলিতদের জন্য ২০% সংরক্ষণের পদক্ষেপ

আদালতে মন্ত্রী হারপাল সিং চীমা স্পষ্ট জানান, দেশের স্বাধীনতার ৭৫ বছর পেরোলেও এখনো পর্যন্ত রাজ্যের আদালত ব্যবস্থায় SC/ST দের সংরক্ষণ নেই। তিনি ২০১৭ সালের বিধানসভায় প্রথমবার পা রাখেন। আর তখনই এই সংরক্ষণের দাবি তুলেছিলেন। কিন্তু তৎকালীন কংগ্রেস সরকার এই বিষয়ে কোনোরকম সবুজ সংকেত দেয়নি। 

তবে এবার AAP সরকার প্রথমবারের মতো দলিতদের জন্য ভাবনাচিন্তা করেছে। পাঞ্জাবের আইনজীবীদের জন্য AG (অ্যাটর্নি জেনারেল) অফিসে ৫৮টি পদ SC/ST দের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যে নয়া ইতিহাস তৈরি করেছে। 

READ MORE:  8th Pay Commission: নতুন পে কমিশনে লটারি লাগবে শিক্ষকদের! বাড়তে পারে এতটা বেতন | Primary Teachers Salary Calculator

ভবিষ্যৎ সম্ভাবনা

ভবিষ্যতে পাঞ্জাব এক অনন্য উচ্চতার দিকে পৌঁছাবে, তা এদিনের বৈঠকে স্পষ্ট। চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা, প্রশাসন এবং সামাজিক ন্যায়ের ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলি ব্যাপক প্রভাব ফেলবে। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য বিরাট ভূমিকা রাখবে। 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.