ব্যাঙ্কের সব ছুটি বাতিল, কড়া নির্দেশ RBI এর, ঘুম উড়ল কর্মীদের

শ্বেতা মিত্র, কলকাতা: বড় নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। যারা সরকারি কর্মী তাঁদের মাথায় বাজ ভেঙে পড়তে পারে আরবিআইয়ের নির্দেশিকা দেখে ও সম্পর্কে শুনে। আসলে এবার সবার ছুটি বাতিল করল আরবিআই। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। নেওয়া যাবে না কোনো ছুটি, এই নিয়ে সাফ সাফ জানিয়ে দেওয়া হল। আপনিও কি একজন সরকারি চাকুরীরত? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

ছুটি বাতিল করল RBI

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২৪-২৫ আর্থিক বছরের শেষ দিনে নিরবচ্ছিন্ন আর্থিক লেনদেনের সুবিধা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেইসঙ্গে যাতে রেকর্ড লেনদেন হয় সেই লক্ষ্যমাত্রা নিয়ে ৩১ মার্চ, ২০২৫ ছুটি বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াম অনেক রাজ্যে ওই দিন ছুটি থাকলেও সরকারি লেনদেন সামলাতে ৩১ মার্চ সব এজেন্সি ব্যাঙ্কের সব শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি এই মর্মে নোটিসও জারি করেছে আরবিআই।

READ MORE:  RBI On IndusInd: এবার IndusInd ব্যাঙ্ক'কে নিয়ে মুখ খুলল RBI | Reserve Bank Of India On IndusInd Bank

কেন এরকম সিদ্ধান্ত নিল RBI?

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আচমকা কেন এরকম সিদ্ধান্ত নিল আরবিআই? রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের কারণ হল, ৩১ মার্চ সোমবার রমজান-ঈদ (ঈদ-উল-ফিতর) উৎসব পড়েছে। ফলে হিমাচল প্রদেশ ও মিজোরাম বাদে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছুটি থাকবে। তবে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনে সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে সমস্ত এন্ট্রি এবং পেমেন্ট, সমস্ত সরকারী সম্পর্কিত লেনদেন, সঠিকভাবে হিসাব করা নিশ্চিত করার জন্য রিজার্ভ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক বছর ১ এপ্রিল থেকে শুরু হয় এবং ৩১ মার্চ শেষ হয়, যার অর্থ সরকারী রাজস্ব, অর্থ প্রদান এবং নিষ্পত্তি সম্পর্কিত সমস্ত লেনদেন নতুন আর্থিক বছর শুরুর আগে সম্পন্ন করতে হয়।

READ MORE:  ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি! কতদিন চলবে দুর্যোগ? রইল আবহাওয়ার বিরাট আপডেট

৩১ মার্চ থেকে ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে

৩১ মার্চ থেকে আয়কর, জিএসটি, কাস্টমস, এক্সাইজ ডিউটি-সহ যাবতীয় সরকারি কর মেটানোর সুবিধা চালু থাকবে। এছাড়াও, পেনশন প্রদান এবং সরকারী ভর্তুকি, বেতন ও ভাতা বিতরণ এবং সরকারী প্রকল্প এবং ভর্তুকি সম্পর্কিত সরকারী লেনদেনের সুবিধাও পাওয়া যাবে। উল্লেখ্য, কর প্রদান ও ফান্ড ট্রান্সফারের জন্য অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

READ MORE:  উধাও ঠান্ডা! সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা, বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের এই ৬ জেলা
Scroll to Top