ভরপুর চমক নিয়ে আগামীকাল লঞ্চ হচ্ছে iPhone SE 4, ওলেড ডিসপ্লে, দুর্দান্ত ক্যামেরা সহ থাকবে এই ফিচার

অ্যাপলের আরও একটি বহু প্রতীক্ষিত লঞ্চ হিসাবে টেক দুনিয়ায় তুমুল চর্চা তৈরি করেছে iPhone SE। এটি কোম্পানির অন্যতম সস্তা আইফোন হতে পারে। গত বছর লঞ্চ হয়েছে iPhone 16 সিরিজ। এ বছর iPhone 17 সিরিজ লঞ্চ হওয়ার আগেই নয়া প্রোডাক্ট নিয়ে বাজারে ঝড় তুলতে প্রস্তুত মার্কিন সংস্থাটি। আগামীকাল অর্থাৎ ১১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে iPhone SE 4।

এতদিন এই ফোন নিয়ে বেশ জল্পনা হয়েছে বাজারে। তবে এদিন ম্যাকরুমরের তরফে ১১ ফেব্রুয়ারি ফোনটি লঞ্চ হতে পারে তা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে ফোনের একাধিক স্পেসিফিকেশন, ফিচার্স এবং সম্ভাব্য দাম ফাঁস হয়েছে। আসুন একনজরে তা দেখে নেওয়া যাক।

READ MORE:  iPhone SE 4: iPhone SE 4 কবে লঞ্চ হবে? অপেক্ষার অবসান ঘটিয়ে তারিখ ঘোষণা করল Apple | iPhone SE 4 Launch Date

Apple iPhone SE 4 : সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

অ্যালমুনিয়াম ফ্রেম ও গ্লাসের তৈরি ফোনের বডি। থাকবে অল-ডিসপ্লে ফ্রন্ট প্যানেল। এতে ৬.১ ইঞ্চি OLED ডিসপ্লে এবং ফেস আইডি আনলক প্রযুক্তি দেখা যেতে পারে। পারফরম্যান্সের ক্ষেত্রে, কোম্পানির নিজস্ব A18 Bionic প্রসেসর থাকতে পারে, যা ৮ জিবি RAM সাপোর্ট করে। এই স্টোরেজ ও প্রসেসর iPhone 16 সিরিজেও রয়েছে। এর ইন্টারনাল স্টোরেজ শুরু হতে পারে ১২৮ জিবি থেকে।

READ MORE:  iPhone 17 Pro Max Camera: Redmi-দের ঘুম ওড়াবে iPhone 17 Pro Max, প্রথমবার আসছে ৪৮+৪৮+৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে | iPhone 17 Pro Max Features

সম্ভাব্য ক্যামেরা স্পেসিফিকেশন : পিছনে একটি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এবং সামনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারি iPhone 14 এর অনুরূপ হতে পারে, যা ২০ ঘণ্টা ভিডিয়ো প্লেব্যাক টাইম প্রদান করবে।

Apple iPhone SE 4 : সম্ভাব্য দাম

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে অ্যাপল আইফোন এসই ৪ ফোনের দাম শুরু হতে পারে ৪৯৯ ডলার থেকে (প্রায় ৪৪,০০০ টাকা)। এই দাম আগের মডেল iPhone SE 3 এর প্রায় সমান, যা লঞ্চ হয়েছিল ৪৩,৯০০ টাকায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Nothing Phone (2a) Plus Discount: একধাক্কায় ৬৬০০ টাকা সস্তা হল ৫০+৫০ মেগাপিক্সেল ক্যামেরার এই 5G স্মার্টফোন | Flipkart Month End Mobile Festival Sale

Scroll to Top