লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ভাইরাল Ghibli Style ছবি বানিয়ে বিপাকে ব্যবহারকারীরা? আপনিও কপিরাইট নোটিশ পেয়েছেন?

Published on:

জাপানের বিখ্যাত অ্যানিমেশন যা ঘিবলি স্টুডিও (Ghibli Studio) নামে পরিচিত, সেই শিল্পের আদলে বানানো যাচ্ছে ছবি। সম্প্রতি ইন্টারনেটে ঝড় তুলেছে এই ঘিবলি স্টুডিও ইমেজ জেনারেটর (Ghibli Image Generator)। ওপেনএআই কিছুদিন আগে চ্যাটজিপিতে এই সুবিধা দিতে শুরু করে। তারপর শয়ে শয়ে মানুষ সেই ছবি বানাতে শুরু করে দেন। ভরে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং এক্স। তবে অনেকেই এটি শিল্প ও শিল্পের স্রষ্টা হায়াও মিয়াজাকির প্রতি অন্যায় বলে সোচ্চার হয়েছেন।

READ MORE:  রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা, ডিএ নিয়ে সুখবর শোনাল মুখ্যমন্ত্রী

সম্প্রতি স্টুডিও ঘিবলি থেকে পাঠানো একটি চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, এই ধরনের ছবি তৈরির পরিষেবা প্রদানকারী অ্যাপ্লিকেশনগুলি কপিরাইট লঙ্ঘনের সাথে জড়িত। তারপর এক ব্যবহারকারী এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, “স্টুডিও ঘিবলি থেকে এই স্থগিতাদেশ তাই বিরত থাকলাম।” তিনি স্টুডিও ঘিবলি থেকে ‘সতর্কতামূলক নোটিশ’-এর একটি কপিও শেয়ার করেছেন।

তবে জানা গিয়েছে এই চিঠি আসলে ভুয়ো। এই প্রসঙ্গে জাপানি প্রকাশনা সংস্থা NHK-এর জিজ্ঞাসার জবাবে, স্টুডিও ঘিবলি স্পষ্টভাবে বলেছে, “আমরা কোনও সতর্কতামূলক চিঠি জারি করিনি।”

READ MORE:  ইলন মাস্কের নয়া চমক, ডিপসিক, জেমিনি, চ্যাটজিপিটিকে টেক্কা দিতে আনল Grok-3 AI | Elon Musk Launches Grok-3 AI

কীভাবে বিনামূল্যে বানাবেন ঘিবলি স্টুডিও স্টাইল ছবি? (How to Make Ghibli Photo)

কারও সাহায্য না নিয়ে নিজেই বানাতে পারেন Ghibli ছবি। এর জন্য OpenAI-এর ChatGPT অ্যাপ বা ওয়েবে লগইন করতে হবে।

তারপর‘নতুন চ্যাট’-এ ক্লিক করুন।

সেখানে আপনি নিজের ইচ্ছা মতো কল্পনা বর্ণনা (প্রম্প্ট) করে ঘিবলি ছবি বানাতে বলতে পারেন। উদাহরণস্বরূপ প্রম্প্ট – “Turn this image into a Studio Ghibli-style animation” লিখতে পারেন।

READ MORE:  WhatsApp এ পাবেন চ্যাটজিপিটি ফিচার, ইমেজ ও ভয়েস রের্কড পাঠিয়েও কথা বলা যাবে

এছাড়াও, নিজের ছবি আপলোড করে চ্যাটজিপিকে নির্দেশ দিন, কোনও পরিবর্তন না করে এই ছবির একটি ঘিবলি স্টুডিও ছবি বানিয়ে দিতে।

উল্লেখ্য, চ্যাটজিপিটি ছাড়াও অন্যান্য এআই প্ল্যাটফর্ম যেমন, জেমিনি, গ্রক ইত্যাদি অ্যাপে গিয়েও বিনামূল্যে ঘিবলি স্টুডিও স্টাইল ছবি বানাতে পারেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.