ভারত বা নেপাল নয়, হিন্দু রাষ্ট্র হবে এই সুপার পাওয়ার দেশ! ভবিষ্যদ্বাণী নস্ত্রাদামুসের

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: এইমুহুর্তে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে গোটা বিশ্ব জুড়ে বেশ হইচই পড়ে গিয়েছে। মহামারী থেকে শুরু করে রাষ্ট্র সংঘাত নানা ধরনের ঘটনা নিয়ে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন। সবগুলি বাস্তব হয়েছে। তেমনই আরও একজনের ভবিষ্যদ্বাণীও মাঝে মাঝেই খবরের শিরোনামে উঠে আসে। তিনি হলেন ফরাসি জ্যোতিষী মাইকেল ডি নস্ত্রাদামুস (Nostradamus Predictions)। তাঁরও অনেক কথাই হুবহু মিলে গিয়েছে বাস্তবের সঙ্গে। আর এবার তাঁর হিন্দু রাষ্ট্র নিয়ে করা ভবিষ্যদ্বাণী সামনে এল।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

আলাদা হিন্দু রাষ্ট্র তৈরি হবে এই বছর

১৫০০ এর দশকের একজন ফরাসি জ্যোতিষী এবং চিকিৎসক হিসাবে বেশ পরিচিত ছিলেন মাইকেল ডি নস্ত্রাদামুস। তিনি অ্যাডলফ হিটলারের উত্থান, ৯/১১ আক্রমণ এবং কোভিড ১৯ এর মতো বড় ঐতিহাসিক ঘটনাগুলির ভবিষ্যদ্বাণী করার জন্য বেশ বিখ্যাত। তবে তিনি তা বেশ কিছু প্রতীকী বার্তায় তাঁর ভবিষ্যদ্বাণীতে রেখেছিলেন বলে বিশ্বাস করা হয়। সম্প্রতি তাঁর এক ভবিষ্যৎবাণী বেশ ভাইরাল হয়েছে বিশ্ব জুড়ে। নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, দক্ষিণ ভারত থেকে একজন মহান নেতার আবির্ভাব হবে ও বিশ্বকে ঐক্যবদ্ধ করবে। তাঁর কথায়, কমিউনিস্ট দেশ রাশিয়া কমিউনিজম ত্যাগ করবে ও হিন্দুধর্ম গ্রহণ করে তা অন্যান্য জাতির মধ্যে ছড়িয়ে দেবে।

READ MORE:  কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় ধাক্কা, পেনশন এবং গ্র্যাচুইটির নিয়ম পরিবর্তন করল সরকার

গ্রহাণু নিয়ে ভবিষ্যদ্বাণী

এমনকি নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী জানা গিয়েছে, একবিংশ শতকে রাজনৈতিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই বিশ্বে শক্তিধর হিসেবে ভারতের উত্থান ঘটবে। অর্থাৎ এক আলাদা হিন্দু রাষ্ট্রে পরিণত হতে চলেছে এই দেশ। এছাড়াও তিনি আরেকটি আকর্ষণীয় ভবিষ্যদ্বাণী করে যান তিনি। সেটি হল, একটি বিশালাকার গ্রহাণু নাকি পৃথিবীর সাথে সংঘর্ষ বা বিপজ্জনকভাবে ২০২৫ সালে কাছাকাছি আসবে৷ নস্ট্রাদামুসের কথাগুলি এমন একটি বিপর্যয়কর প্রভাবের ইঙ্গিত দেয় যা মানবজাতিকে হুমকির মুখে ফেলতে পারে। তবে বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর কাছাকাছি গ্রহাণুগুলি অস্বাভাবিক নয়। ফলে এটি ঘটবে কি না তা নিয়ে রয়েছে জল্পনা।

এছাড়াও নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীতে ব্রাজিলের জন্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হয়েছে , ব্রাজিলে মারাত্মক বন্যা এবং আগ্নেয়গিরির আশঙ্কা রয়েছে। যা সম্ভবত জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে জড়িত। এছাড়াও ২০২৫ উল্লেখযোগ্য চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে, যার মধ্যে একটি হল সম্ভাব্য গ্রহাণু সংঘর্ষ এবং যুক্তরাজ্যে প্লেগের মতো প্রাদুর্ভাব। এবার দেখার পালা কতটা বাস্তবতা গ্রহণ করে এই ভবিষ্যদ্বাণী গুলি।

READ MORE:  Champions Trophy 2025: শচীনের পর চ্যাম্পিয়নস ট্রফিতে এবার গেইল, সৌরভের মহা রেকর্ড ভাঙবেন কোহলি | Virat Kohli Will Breaks Sourav Ganguly And Chris Gayle Records

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Scroll to Top