লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ভারত হবে দুষণমুক্ত, দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রাকের ট্রায়াল শুরু করল টাটা মোটরস

Published on:

কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, ২০৭০ সালের মধ্যে নির্গমণ একদম শূন্য করে ফেলা। সেই পরিকল্পনা সফল করতে ভারতের প্রথম কোম্পানি হিসেবে টাটা মোটরস (Tata Motors) দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রাক উন্মোচন করল। ইতিমধ্যে এই ট্রাকের ট্রায়াল পর্ব শুরু করেছে টাটা মোটরস। ট্রাকটি উদ্বোধন করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। হাইড্রোজেন চালিত মোট ১৬টি ট্রাক আনার কথা ঘোষণা করেছে কোম্পানি।

READ MORE:  R15 অতীত, তুখোড় শক্তি, ঝকঝকে লুকস নিয়ে ভারতে আসছে ইয়ামাহার নতুন বাইক

টাটা মোটরসের দাবি, এই পদক্ষেপ সরকারের কার্বনমুক্ত পরিকল্পনা পথ আরও প্রশস্ত করবে। জানা গিয়েছে, এই ১৬টি ট্রাক গুরুত্বপূর্ণ মালবাহী করিডোর জুড়ে ব্যবহার করা হবে। যার মধ্যে রয়েছে মুম্বাই, পুনে, দিল্লি-এনসিআর, সুরাট, ভদোদরা, জামশেদপুর এবং কলিঙ্গনগরের আশেপাশের রুটগুলি। আগামী ২৪ মাস পর্যন্ত চলবে এই ট্রায়াল। এই ট্রাকে ব্যবহার করা হয়েছে নতুন যুগের হাইড্রোজেন অভ্যন্তরীণ দহন ইঞ্জিন (H2-ICE) এবং জ্বালানি কোষ (H2-FCEV) প্রযুক্তি।

READ MORE:  প্রতি কিমিতে মাত্র ১.৪ টাকা খরচ! বাইকের থেকেও সস্তা টাটার এই EV-তে ৮৫ হাজার ছাড়

দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রাকের ট্রায়াল শুরু করল টাটা

টাটা মোটরসের দাবি, এই ট্রাকগুলিতে হাইড্রোজেন অভ্যন্তরীণ দহন ইঞ্জিন (H2-ICE) ছাড়াও রয়েছে হাইড্রোজেন ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল (FCEV)। দু’ধরনের ট্রাক আনা হয়েছে – একটির নাম H.55S Prima Movers, আর একটি Tata Prima H.28। কোম্পানি আরও জানিয়েছে, ৩০০ থেকে ৫০০কিলোমিটারের অপারেশনাল রেঞ্জ পাওয়া যাবে এই ট্রাকে। ড্রাইভারকে আরামে রাখা এবং ক্লান্তি কমানোর জন্য বিশেষ বৈশিষ্ট্য এবং উন্নত ড্রাইভার সহায়তা সুরক্ষা ব্যবস্থা থাকবে।

READ MORE:  Yamaha XMax Hybrid Features: তেল ফুরোলে চলবে বিদ্যুতে! মধ্যবিত্তের টাকা বাঁচতে হাজির ইয়ামাহার প্রথম হাইব্রিড স্কুটার | Yamaha XMax Hybrid Scooter Concept Showcased

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এই বিষয়ে বলেন, “হাইড্রোজেন ভবিষ্যতের জ্বালানি, যার অপরিসীম সম্ভাবনা রয়েছে ভারতের পরিবহন খাতকে কার্বন নির্গমন হ্রাস করে এবং জ্বালানি স্বনির্ভরতা বৃদ্ধি করে রূপান্তরিত করার। হাইড্রোজেন-চালিত পরিবেশবান্ধব এবং স্মার্ট পরিবহন সক্ষম করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপে নেতৃত্ব দেওয়ার জন্য আমি টাটা মোটরসকে অভিনন্দন জানাই।”

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.