লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ভারতীয় ক্রেতাদের জন্য চোখ ধাঁধানো বাইক লঞ্চ করল কেটিএম, পাওয়ার অবাক করবে

Published on:

KTM আজ তাদের Adventure রেঞ্জের বাইকগুলি নতুন অবতারে ভারতের বাজারে লঞ্চ করেছে। যার মধ্যে রয়েছে 390 Adventure X। এটি স্ট্যান্ডার্ড 390 Adventure মডেলটির তুলনায় আরও সস্তায় বাজারে এসেছে। দাম রাখা হয়েছে ২,৯১,১৪০ টাকা (এক্স শোরুম)। এটি Royal Enfield Himalayan 450, BMW G 310 GS, এবং আপকামিং TVS Apache RTX 300-এর মতো এন্ট্রি লেভেল ADV বাইকগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে।

READ MORE:  চালাতে যেমন আরাম, তেমন দুর্ধর্ষ মাইলেজ, TVS-এর এই বাইক কিনতে ভিড় ক্রেতাদের

ডিজাইনের কথা বললে, কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এক্স এর নতুন সংস্করণের লুকস বদলে গিয়েছে। সেন্টার সেট প্রজেক্টর এলইডি হেডল্যাম্পটি এলইডি ডিআরএল-এর উপরে উল্লম্বভাবে অবস্থিত এবং বুমেরাং আকৃতির এলইডি ডিআরএল দ্বারা ঘেরা। ভাইজারটি স্বচ্ছ এবং ফেন্ডারটি নীচে লম্বা। ব্র্যান্ডের সিগনেচার কালার অপশন অরেঞ্জ ও ব্ল্যাকে সাজানো হয়েছে বাইকটিকে। তবে অন্য পেইন্ট স্কিমও উপলব্ধ।

READ MORE:  হোন্ডার এই বাইকটি সবথেকে বেশি পছন্দ চাকুরে-ব্যবসায়ীদের, অবাক করা মাইলেজ

KTM 390 Adventure X একটি ৩৯৯ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন দ্বারা পরিচালিত। এটি ৪৫.৩ হর্সপাওয়ার এবং ৩৯ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। এটি ছয় গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। কেটিএম নতুন বাইকটিতে স্মার্টফোন কানেক্টিভিটি সহ টিএফটি ড্যাশবোর্ড, অফ-রোড এবিএস, এবং কুইকশিফটারের মতো ফিচার্স রেখেছে।

মোটরসাইকেলে সাসপেনশন সেটআপ হিসাবে ব্যবহার হয়েছে ৪৩ মিলিমিটার ডব্লিউপি ইউএসডি ফর্কস এবং ১০ ধাপের প্রি-লোড অ্যাডজাস্টিবিলিটি সহ ডব্লিউপি মনোশক। দুই চাকায় ডিস্ক ব্রেক ছাড়াও, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস বর্তমান। সবশেষে, বাইকটি দৌড়য় ১৯ ইঞ্চি ফ্রন্ট এবং ১৭ ইঞ্চি চাকায়। এগুলি অ্যালয় হুইল ও টিউবলেস টায়ারে মোড়ানো।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  মাত্র 1 লাখেই সিঙ্গেল চ্যানেল ABS সহ নতুন Pulsar লঞ্চ করল Bajaj, আছে প্রচুর ফিচার্স

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.