লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ভারতে EV লঞ্চের আগে চাপে ইলন মাস্ক, চীনে টেসলার থেকে বেশি গাড়ি বিক্রি করছে শাওমি | Xiaomi SU7 Outsells Tesla Model 3

Published on:

ইলেকট্রিক গাড়ির বাজারে কার্যত মুখ থুবড়ে পড়ল টেসলা। ভারতে আসার আগে চিনে শাওমির কাছে পরাজিত হল আমেরিকার এই কোম্পানি। বিক্রির নিরিখে টেসলার থেকে অনেক এগিয়ে নতুন লঞ্চ হওয়া Xiaomi SU7 ইলেকট্রিক গাড়ি। আমরা সকলেই জানি, বিশ্বের অন্যতম বৃহত্তম ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা, এমনকী চিনেও। কিন্তু, সাম্প্রতিক কয়েক মাসে সেই ছবি পাল্টে গিয়েছে।

বিশেষ করে যখন থেকে বাজারে এসেছে শাওমির নতুন ইলেকট্রিক গাড়ি, SU7। এতদিন চিনের BYD কঠিন লড়াই দিচ্ছিল টেসলাকে। এবার সেই তালিকায় যোগ হল শাওমিও। চিনে বিক্রির নিরিখে টেসলার সবথেকে সস্তা গাড়ি Model 3-কে পিছনে ফেলেছে শাওমি। চিনা প্যাসেঞ্জার কার এসোসিয়েশনের পরিসংখ্যান বলছে, ২০২৪ এর এপ্রিল থেকে ২০২৫ এর জানুয়ারির মধ্যে টেসলার থেকে বেশি গাড়ি বিক্রি করেছে শাওমি।

READ MORE:  ভারতে গাড়ি আনার আগে ইলন মাস্কের বড় পদক্ষেপ, টাটার সঙ্গে হাত মেলালো Tesla

টেসলা বনাম শাওমি

গাড়ি বাজারে নতুন নেমেছে শাওমি। অল্পদিনেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে কোম্পানির প্রথম ইলেকট্রিক সেডান SU7। লঞ্চ হওয়ার প্রথম তিন মাসে গাড়ির ৩০,০০০ ইউনিট বিক্রি হয়েছে। গত বছর এপ্রিলে টেসলা মডেল ৩ বিক্রি হয়েছে ৫,০৬৫টি, সেখানে শাওমি এসইউ৭ বিক্রি হয়েছে ৭,০৫৮টি। এপ্রিল থেকে এই বছর জানুয়ারি পর্যন্ত দুই কোম্পানির মধ্যে দারুন প্রতিযোগিতা দেখা গিয়েছে। কখনও এগিয়ে চিল টেসলা, আবার কখনও শাওমি।

READ MORE:  2025 Honda CBR150R Launched: নব কলেবরে বাজার কাঁপাতে ফিরল Honda CBR150R, শক্তিশালী ইঞ্জিন সহ সেরা লুকস | 2025 Honda CBR150R Specification

পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল, ২০২৪ থেকে জানুয়ারি, ২০২৫ মধ্যে শাওমি এসইউ৭ বিক্রি হয়েছে মোট ১,৬২,৩৮৪ ইউনিট, যেখানে টেসলা মডেল ৩ বিক্রি হয়েছে ১,৫২,৭৪৮ ইউনিট। অর্থাৎ গত ১০ মাসে প্রায় ১০ হাজার গাড়ি বেশি বিক্রি হচ্ছে শাওমি। এই পরিসংখ্যান ভারতে গাড়ি লঞ্চের আগে টেসলার কর্ণধার ইলন মাস্ককে চাপে রাখবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, আগামী ২-৩ মাসের মধ্যে এ দেশে ব্যবসা শুরু করতে পারে তারা।

READ MORE:  ক্রেতাদের জন্য সুখবর, দেশে উচ্চ-গতির ইলেকট্রিক বাইক ও স্কুটার আনতে চলেছে Yamaha | Yamaha Develop High Performance Electric Two Wheelers

Photo Credit – Motorpasion

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.