লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ভারতে Tesla আসার তোড়জোড়, আর Tata দিল মাস্টারস্ট্রোক! কম দামে একের পর এক EV অফার

Published on:

Tesla এখনও ভারতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেনি, তবে রিপোর্ট অনুযায়ী, এই বছরের এপ্রিল থেকে সংস্থাটি জার্মানিতে তৈরি ইলেকট্রিক গাড়ি ভারতে বিক্রি শুরু করতে পারে। মূলত, Tesla ভারতীয় বাজারের জন্য সাশ্রয়ী মূল্যের ইভি আনতে চলেছে, যার দাম হতে পারে প্রায় ২১ লক্ষ টাকা।

অন্যদিকে, ভারতীয় ইভি বাজারে শীর্ষস্থান ধরে রাখতে Tata Motors তার বৈদ্যুতিক গাড়ির উপর বিশাল ছাড় ঘোষণা করেছে। সম্প্রতি, কোম্পানিটি দেশে ২ লক্ষ ইলেকট্রিক গাড়ি বিক্রির মাইলফলক ছুঁয়েছে এবং এই সাফল্য উদযাপন করতে ৪৫ দিনের জন্য বিশেষ অফার চালু করেছে।

READ MORE:   Maruti ভারতের বাজারে আনছে প্রথম ইলেকট্রিক গাড়ি! জানুন ব্যাটারি ও ফিচার বিস্তারিত

Tata Motors-এর দুর্দান্ত অফার

Tata বর্তমানে ভারতের বাজারে ৫টি ইলেকট্রিক গাড়ি বিক্রি করছে— Tiago EV, Tigor EV, Punch EV, Nexon EV এবং Curvv EV। ২০২৪ সালে Tata Motors ৬১,৪৯৬ ইউনিট ইভি বিক্রি করেছে, যা ২০২৩ সালের তুলনায় বেশি। তবে, সংস্থার মার্কেট শেয়ার ৭৩% থেকে ৬২%-এ নেমে এসেছে।

EV বিক্রি আরও বাড়াতে Tata Motors তাদের জনপ্রিয় মডেলগুলোর উপর ৫০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং আকর্ষণীয় ফাইন্যান্সিং স্কিম ঘোষণা করেছে। এখন জিরো ডাউন পেমেন্ট ও ১০০% অন-রোড ফান্ডিংয়ের সুবিধাও পাওয়া যাচ্ছে।

READ MORE:  UPI Charges: UPI আর থাকছেনা ফ্রি, টাকা চার্জ করার সিদ্ধান্ত নিল Google Pay | Google Pay Charge Convenience Fees

বিশেষ করে Curvv EV এবং Nexon EV ক্রয়কারী গ্রাহকরা Tata Power-এর চার্জিং নেটওয়ার্কে ৬ মাসের বিনামূল্যে চার্জিং সুবিধা ও ৭.২ kW AC হোম চার্জার ইনস্টলেশনের সুবিধা পাবেন।

বিদ্যমান গ্রাহকদের জন্য লয়্যালটি বোনাস

বর্তমান Tata EV মালিকদের জন্যও বিশেষ সুবিধা রয়েছে—
Nexon EV বা Curvv EV-তে আপগ্রেড করলে ৫০,০০০ টাকার লয়্যালটি বোনাস
Tata ICE (পেট্রোল/ডিজেল) গাড়ির মালিকরা EV কিনলে ২০,০০০ টাকার লয়্যালটি বোনাস

Tesla-এর ভারতে আসার প্রস্তুতি ও Tata Motors-এর ওপর নজর

Tesla ইতিমধ্যেই ভারতের বাজারে প্রবেশের পরিকল্পনা শুরু করেছে এবং মুম্বাই ও দিল্লির নির্দিষ্ট স্থানে শোরুম খোলার জন্য জায়গা চিহ্নিত করেছে। পাশাপাশি, Tesla ভারতীয় ব্যবসার জন্য Tata Motors-এর শীর্ষ কর্মকর্তাদেরও নিয়োগের চেষ্টা করছে বলে শোনা যাচ্ছে।

READ MORE:  Electric bike: ব্যাটারি চালিত Hero Splendor ইলেকট্রিক বাইক লঞ্চ হল, এক চার্জে ১১৬ কিলোমিটারের রেঞ্জ দেবে

Tesla ভারতে আনতে পারে প্রায় ২১ লক্ষ টাকার সাশ্রয়ী ইভি মডেল, যা বাজারে Tata Motors-এর জন্য বড় প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে। তবে, Tata Motors বর্তমানে বিশাল ডিসকাউন্ট ও আকর্ষণীয় ফিচারের মাধ্যমে ভারতীয় ইভি বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.