লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ভারতে আগমন কেউ আটকাতে পারবে না! Realme Narzo 80 Pro পেল BIS সার্টিফিকেশন | Realme Narzo 80 Pro Bis Certified India

Published on:

রিয়েলমি একের পর এক ফোন লঞ্চ করছে ভারতে। সবকিছু ঠিকঠাক থাকলে Realme Narzo 80 Pro মডেলটির এ দেশে আগমন এখন শুধু সময়ের অপেক্ষা। সম্প্রতি ফাঁস হওয়া একটি প্রতিবেদন থেকে ডিভাইসটির মডেল নম্বর, মেমরি ভেরিয়েন্ট এবং কালার অপশনের মতো গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এবার Realme Narzo 80 Pro ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS-এ স্পট করা হয়েছে, ফলে লঞ্চের দোরগোড়ার পৌঁছে গিয়েছে বলে ধরে নেওয়া যায়।

READ MORE:  Samsung এর ইতিহাসে প্রথমবার! Galaxy Z Fold 7 সিরিজে থাকবে লেটেস্ট One UI 8 সফটওয়্যার

Realme Narzo 80 Pro পেল BIS-এর ছাড়পত্র

বিআইএস সার্টিফিকেশন প্ল্যাটফর্মে RMX5033 মডেল নম্বরের একটি Realme ফোন তালিকাভুক্ত হয়েছে। ৯১মোবাইলসের রিপোর্ট অনুযায়ী, এটি নার্জো ৮০ প্রো-র সঙ্গে সম্পর্কিত। তবে প্রথম দিকে, এটি নার্জো ৮০ আল্ট্রা বলে মনে করা হয়েছিল, যা নার্জো সিরিজের ইতিহাসে প্রথম আল্ট্রা ব্র্যান্ডেড মডেল। বলা বাহুল্য, বিআইএস ভারতে লঞ্চ কনফার্ম করা ছাড়া অন্য কিছু প্রকাশ করেনি।

READ MORE:  BGMI সহ বিভিন্ন মোবাইল গেম খেলার জন্য দুর্দান্ত স্মার্টফোন আনছে Realme, এই মাসেই লঞ্চ

সূত্রের দাবি, রিয়েলমি নার্জো ৮০ প্রো মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ও ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটি রেসিং গ্রিন, স্পিড সিলভার এবং নাইট্রো অরেঞ্জ কালার অপশনে নির্বাচন করা যাবে।

উল্লেখ্য, Realme GT 6-এর উত্তরসূরী হিসেবে Realme GT 7 শীঘ্রই ভারতে আসবে বলে জানা গিয়েছে। এটির ভারতীয় ভেরিয়েন্টের মডেল নম্বর RMX5061। এতে ১২ জিবি + ২৫৬ জিবির একটি স্টোরেজ অপশন থাকবে। তবে লঞ্চের সময় আরও মেমরি অপশন আসতে পারে। ফোনটি ভারতে নীল এবং কালো রঙে পাওয়া যাবে। এছাড়া, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ পাওয়ারফুল ৬,৩১০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে৷

READ MORE:  Samsung Galaxy Xcover 7 Pro Price: জল লাগলেও নষ্ট হবে না, ছুঁড়ে মারলেও ভাঙবে না, Samsung Galaxy XCover 7 Pro এর দাম কত হবে | Samsung Galaxy Xcover 7 Pro Specifications

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.