সৌভিক মুখার্জী, কলকাতা: বিরাট ধাক্কা খেতে চলেছে ভারতের অর্থনীতি। সম্প্রতি বিশ্ব ব্যাংক ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির (India Economic Growth) পূর্বাভাস 6.3 শতাংশ কমিয়ে এনেছে। হ্যাঁ, এর আগে অক্টোবর মাসে সংস্থাটি ভারতের প্রবৃদ্ধির হার 6.7% বলে দাবি করেছিল। সূত্রের খবর, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, শুল্ক যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মতো ভারতের উপরও চাপ পড়ছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
এমতাবস্থায় বিশ্ব ব্যাংক মনে করছে, নিয়ন্ত্রণ সংক্রান্ত সংস্কার এবং মুদ্রানীতির কারণে বেসরকারি বিনিয়োগে যে ইতিবাচক প্রভাব পড়ার কথা ছিল, তা বৈশ্বিক দুর্বলতা এবং বিভিন্ন বাণিজ্যিক টানাপোড়নের অনিশ্চয়তার কারণে দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির চিত্র
জানিয়ে রাখি, বিশ্ব ব্যাংকের এই পূর্বাভাসের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF চলতি অর্থবছরের জন্য ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসকে 6.2 শতাংশ নিশ্চিত করেছে। যদিও জানুয়ারি মাসে এই সংস্থাটি 6.5 শতাংশ প্রবৃদ্ধির পূর্বভাস দিয়েছিল। তবে হ্যাঁ, ভারতীয় রিজার্ভ ব্যাংক এখনও 6.5 শতাংশ প্রবৃদ্ধির হারকে ইঙ্গিত দিচ্ছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
বিশ্ব ব্যাংক কী বলছে?
সূত্রের খবর, বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক এবং অর্থনৈতিক টানাপোড়েনের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে টালমাটাল অবস্থা। আর এর সরাসরি প্রভাব পড়ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর। এমতাবস্থায় বিশ্ব ব্যাংক বলছে, এই অঞ্চলের অধিকাংশ দেশের কাছেই বিশ্ববাজারের ধাক্কা সামাল দেওয়া এখন কার্যত চ্যালেঞ্জ।
আর এর প্রভাবে বাণিজ্যে ঘাটতি দেখা দিতে পারে। পাশাপাশি রপ্তানির গতিও কিছুটা থমকে যেতে পারে। এমনকি বিনিয়োগকারীদের মধ্যে দ্বিধা তৈরি হতে পারে। শুধু তাই নয়, নতুন চাকরির সুযোগও কিছুটা কমে যেতে পারে বলে মনে করছে বেশ কিছু বিশেষজ্ঞ।
তবে আশার আলো থাকছে…
তবে হ্যাঁ, বিশ্ব ব্যাংক জানিয়েছে, যদি নীতিগত স্থিতিশীলতা বজায় থাকে এবং সরকারি পরিকল্পনাগুলি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে ভারত আগামী দিনে স্থিতিশীল অর্থনৈতিক দেশ হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করে রাখতে পারবে। এখন দেখার, ভবিষ্যতে কোনদিকে গড়ায়।