লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মধ্যশিক্ষার পথেই রাজ্যের মাদ্রাসা! চালু হবে হোলিস্টিক রিপোর্ট কার্ড, ভাতাও প্রায় দ্বিগুণ

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে শিক্ষা ব্যবস্থা সকল ছাত্র ছাত্রীর কাছে আরও বেশি সহজ এবং সরল করার জন্য সরকার একের পর এক ব্যবস্থা নিয়ে চলেছে। তাই এবার সেই পথে হাঁটতে চলেছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। তারাও পুরোনো প্রথাগত শিক্ষাব্যবস্থাকে গুড়িয়ে নয়া শিক্ষা ব্যবস্থার প্রতি নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ। আর, সেই লক্ষ্যপূরণে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদকে অনুসরণ করছে তারা। জানা গিয়েছে খুব শীঘ্রই ‘হোলিস্টিক রিপোর্ট কার্ড’ (Holistic Report Card) চালু করতে চলেছে মাদ্রাসা শিক্ষা পর্ষদ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কী এই হোলিস্টিক রিপোর্ট কার্ড?

ইতিমধ্যেই হোলিস্টিক রিপোর্ট কার্ড ব্যবস্থা চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আসলে হোলিস্টিক রিপোর্ট কার্ড হল এমন এক ধরনের মূল্যায়নের মাপকাঠি, যার মাধ্যমে প্রত্যেক পড়ুয়ার সমস্ত তথ্য থাকার পাশাপাশি ওই পড়ুয়া পড়াশোনায় প্রত্যেকটি বিষয়ের নিরিখে কতটা এগিয়ে বা পিছিয়ে রয়েছে এবং সামাজিকভাবে নিজেকে কতটা তৈরি করতে সক্ষম হচ্ছে সেই বিষয়ে আলোচনা করা। এছাড়াও এই রিপোর্ট কার্ডে প্রত্যেক ছাত্র ছাত্রীর সার্বিক উন্নয়ন নিয়েও বেশ কিছু পরিকল্পনা উল্লেখ করা থাকে। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে তাকে আরও বেশি করে নিজেকে প্রস্তুত করতে হবে, এই সমস্ত তথ্য তুলে ধরা হয়। এবার সেই হোলিস্টিক রিপোর্ট কার্ড তৈরি হতে চলেছে মাদ্রাসা শিক্ষাব্যবস্থায়।

READ MORE:  চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ভাঙল ভারতের ৪০ বছরের বিশ্বরেকর্ড

কবে থেকে চালু হবে এই ব্যবস্থা?

সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে, চলতি বছরেই প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করা হবে এই রিপোর্ট কার্ড। এই প্রসঙ্গে, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন জানিয়েছেন যে, ‘‘ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ হোলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে কাজ শুরু করেছে। তাই আমরাও ছাত্র-ছাত্রীদের সার্বিক মূল্যায়নের উপর জোর দিতে চাই। সেক্ষেত্রে তাই এই হোলিস্টিক রিপোর্ট কার্ড চালু করতে চলেছি। এর ফলে একদিকে যেমন পড়ুয়াদের সুবিধা হবে ঠিক তেমনই শিক্ষকদেরও পড়ানোর ক্ষেত্রে বেশ উপকার হবে।’’ তবে জানা যাচ্ছে এখনই এই হোলিস্টিক রিপোর্ট কার্ড তৈরি করা হবে না। কারণ যেহেতু এই বিষয়টি সম্পূর্ণ নতুন পর্ষদের কাছে তাই এই ব্যবস্থা চালু করার আগে শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

জানা গিয়েছে, ইদের ছুটি মিটলেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই প্রশিক্ষণ হাইব্রিড মোডে করানো হবে। কিন্তু মাদ্রাসা শিক্ষক মহলের একাংশের এই ব্যবস্থার প্রতি খানিক মতবিরোধ রয়েছে। তাঁদের মতে শিক্ষাব্যবস্থায় এত বড় একটি কাজ তাড়াহুড়ো করে করলে পড়ুয়াদের মূল্যায়নের ক্ষেত্রে অনেক ভুল হতে পারে। তাই সেই বিষয়টির উপর নজর দিতে হবে পর্ষদের। পুস্তিকা আকারে সেই রিপোর্ট কার্ড ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিভিন্ন স্কুলে। প্রথম থেকে অষ্টম শ্রেণির মধ্যে তিনটি পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন হবে। এ ছাড়াও, মাদ্রাসার আবাসিক ছাত্র-ছাত্রীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এত দিন মাসে যেখানে ১০০০ টাকা করে দেওয়া হত। সেই টাকা আরও ৮০০ টাকা বৃদ্ধি ১৮০০ টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

READ MORE:  পূর্ব রেলের নতুন পদক্ষেপ, শিয়ালদহ স্টেশনে কমবে যাত্রীদের ভিড়

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.