লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মমতার বড় উপহার! এবার সমস্ত স্বাস্থ্যকর্মীদের হাতে বিনামূল্যে স্মার্টফোন দেবে সরকার

Published on:

রাজ্য সরকারের বাজেটে এবার বিশেষ চমক পেয়েছে আশা (ASHA) ও আইসিডিএস (ICDS) কর্মীরা। গত ১২ই ফেব্রুয়ারি বিধানসভায় ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই নতুন বাজেটে স্বাস্থ্য এবং সমাজ কল্যাণের ক্ষেত্রে বড় ঘোষণা করা হয়েছে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী, রাজ্যের ৭০ হাজার আশা কর্মী এবং ১ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আশা এবং আইসিডিএস কর্মীদের স্মার্টফোন উপহার

রাজ্যের বাজেট পেশার সময় অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভ। তারা মা এবং শিশুদের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করে থাকে এবং প্রতিনিয়ত কাজ করে। তাদের কাজ আরও সহজ করতে তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে স্মার্টফোন প্রদান করা হবে।

READ MORE:  মাত্র ১৯৫ টাকা! জিও নিয়ে এলো ধামাকাদার প্ল্যান, সঙ্গে ফ্রি Hotstar সাবস্ক্রিপশন

অর্থ প্রতিমন্ত্রী বলেন, “আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে। কোভিড পরিস্থিতির সময়ও তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই কাজের স্বীকৃতি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বিনামূল্যে এই বিশেষ উপহার দিচ্ছেন। 

মুখ্যমন্ত্রী পূর্ববর্তী প্রতিশ্রুতি

প্রসঙ্গত গত জানুয়ারি মাসের শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরের সময় আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে এই উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে। তখন তিনি বলেছিলেন, রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকেই এই প্রকল্পর টাকা দেওয়া হবে। কারণ কেন্দ্র সরকার এই কর্মীদের জন্য পর্যাপ্ত অনুমান দিচ্ছে না।

READ MORE:  ঋণ শোধ না করলে বাড়িতে বা অফিসে আসবে এজেন্ট? দেখুন RBI-র নয়া নিয়ম

মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আশা কর্মীদের ফোন দিতে ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আইসিডিএস কর্মীদেরও মোবাইল ফোন উপহার দেওয়া হবে। কেন্দ্র টাকা দেয় না। অথচ কোভিডের সময় যখন কেউ বের হতে পারেনি তখন তারাই বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে এসেছিল।

বাজেটে আরো কী ঘোষণা করা হয়েছে?

রাজ্য সরকারের এই বাজেটে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতেও আরও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে-

  • রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ।
  • আশা এবং আইসিডিএস কর্মীদের কর্ম পরিকল্পনা আরো উন্নত করতে ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
  • রাজ্যের সকল স্বাস্থ্যকর্মীর কাজের স্বীকৃতি এবং সুবিধা বৃদ্ধি করা হয়েছে। 
READ MORE:  India Post GDS Recruitment: মাধ্যমিক পাসে ইন্টারভিউ দিয়েই পোস্ট অফিসে চাকরি, ৬৫২০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি | India Post GDS Recruitment How to Apply Online

কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ?

রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে এবার থেকে আশা এবং আইসিডিএস কর্মীদের কাজে আরো উন্নতি হবে। মোবাইলের মাধ্যমে তথ্য সংগ্রহ, রোগীদের আপডেট রাখা এবং সরকারি স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজ তাদেরকে দ্রুত জনগণের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করবে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা এবং আইসিডিএস কর্মীদের কাজের স্বীকৃতি ও পরিকাঠামোগত প্রক্রিয়া আরো উন্নত করতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.