প্রীতি পোদ্দার, কলকাতা: সক্কাল সক্কাল ফের রেল অবরোধ (Rail Blockade) শিয়ালদহ দক্ষিণ শাখায়। অফিস টাইমে চরম ভোগান্তিতে ব্যস্ত যাত্রীরা। সম্প্রতি শিয়ালদহ মেন, উত্তর ও দক্ষিণ শাখায় প্রচুর মহিলা যাত্রীর নিয়মিত যাতায়াত বেড়ে যাওয়ায় লোকাল ট্রেনে অতিরিক্ত মহিলা কোচ সংযোজন করা হয়েছে। এবার তারই প্রতিবাদে আজ দক্ষিণ বারাসত স্টেশনে রেল অবরোধ করতে দেখা যায় যাত্রীদের। হাতে প্লাকার্ড নিয়ে লাইনে নেমে পড়েন প্রতিবাদীরা। যার দরুন সাময়িক বন্ধ হয়ে যায় শিয়ালদহ দক্ষিণের লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
অফিস টাইমে রেল অবরোধ
প্রতিবাদীদের অভিযোগ, প্রতিদিন অফিস টাইমে ভিড়ে ঠাসা ট্রেনে উঠতে গেলে প্রায়ই ধাক্কাধাক্কি মারামারি লেগে যায়। ব্যস্ততার মাঝে এমনিই ভোগান্তির শেষ থাকে না তার উপর আবার মহিলা কামরা বাড়ানোর ফলে পুরুষ যাত্রীদের সমস্যা আগের তুলনায় আরও বেড়েছে। জেনারেল কোচে যাত্রীদের ভিড়ের মাত্রা বাড়ছে। আর তাই এরই প্রতিবাদে আজ সকাল সাড়ে সাতটা থেকে বিক্ষোভ শুরু করেন প্রতিবাদীরা। আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণ বারাসতের পাশাপাশি ধপধপি স্টেশনেও রেল অবরোধ শুরু হয়।
কেন এই প্রতিবাদ?
সম্প্রতি শিয়ালদহ ডিভিশনের সমস্ত শাখার লোকাল ট্রেনে বাড়ানো হয়েছে লেডিজ কামরা। আগে ১২ কামরার লোকাল ট্রেনের একদম সামনে ও পিছনে একটি করে লেডিজ বা মহিলা কামরা বরাদ্দ ছিল। কিন্তু বর্তমানে ফের বাড়ানো হয়েছে মহিলা কামরার সংখ্যা। এ বার লোকাল ট্রেনের দু’প্রান্তের ভেন্ডার কামরার সঙ্গের লাগোয়া কামরাটিও মহিলা কামরা করা হবে। আর এই মহিলা কামরা বাড়ানোর ফলে স্বাভাবিকভাবেই জেনারেল কামরা কমেছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এদিকে অফিস টাইমে বগির সংখ্যা কমায় প্রবল সমস্যায় পড়ছেন পুরুষ যাত্রীরা। আর তাতেই শুরু হল এই প্রতিবাদ। জানা গিয়েছে মহিলা কামড়া বাড়ানোর প্রতিবাদে রেল অবরোধ চলে মথুরাপুর স্টেশনেও। রেল লাইনের উপরে দাঁড়িয়ে ট্রেন যাতায়াত বন্ধ করে দেয় কয়েকশো যাত্রী। দীর্ঘক্ষণ ধরে চলে প্রতিবাদ। সূত্রের খবর এই রেল অবরোধের জেরে সবথেকে বেশি প্রভাব পড়েছে লক্ষ্মীকান্তপুর ও নামখানা লাইনে।
একাধিক লোকাল ট্রেনে দাঁড়িয়ে গিয়েছে আশপাশের স্টেশনে। যার ফলে বহু যাত্রী মাঝরাস্তায় বেজায় সমস্যায় পড়েছে। এদিকে রেল অবরোধের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছেছে জিআরপি ও রেল আধিকারিকরা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছেন তাঁরা। শেষমেষ অনেক বোঝাপড়ার পর বিক্ষোভকারীরা তাঁদের অবরোধ তোলে এবং রেলের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এখনও কিছুটা দেরিতে চলছে ট্রেন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।