মহিলাদের জন্য ট্রেনে কটি সিট সংরক্ষিত থাকে? ৯০% যাত্রীই জানেন না এই তথ্য

সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলে যাতায়াত করেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মহিলা যাত্রীদের জন্য বিশেষ সংরক্ষিত আসনের ব্যবস্থা রয়েছে (Indian Railways Rules)। এই নিয়মগুলি মূলত 1989 সালে রেল আইনের অধীনে নির্ধারিত করা, যা মহিলাদের যাত্রাকে আরও স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ করে তোলে। সম্প্রতি ভারতীয় রেলের সূত্র মারফত জানা গেছে, মহিলা যাত্রীদের জন্য প্রতিটি ট্রেনে নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষিত করা থাকছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

মহিলাদের জন্য ট্রেনে কটি আসন সংরক্ষিত?

অনেকেই হয়তো জানেন না, দীর্ঘ দূরত্বের মেইল বা এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাসে 6টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। যেমন গরিব রথ, রাজধানী, দুরন্ত বা সম্পূর্ণ এয়ার-কন্ডিশন্ড ট্রেনগুলির 3AC ক্লাসে মহিলাদের জন্য 6টি আসন সংরক্ষিত করা থাকে। এক্ষেত্রে জানিয়ে রাখি, সিনিয়র সিটিজেন, 45 বছর বা তার বেশি বয়সী মহিলা ও গর্ভবতী মহিলাদের জন্য কিছু নির্দিষ্ট লোয়ার বার্থও সংরক্ষিত থাকে।

READ MORE:  ২০০০ টাকার নোট... 'শেষ অধ্যায়'! RBI-এর বড় ঘোষণা, জেনে নিন রিজার্ভ ব্যাংকের জরুরি আপডেট

যেমন স্লিপার ক্লাসে প্রতি 2AC কোচে 3 থেকে 4টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকে। এগুলি মূলত প্রবীণ নাগরিক, গর্ভবতী মহিলা এবং 45 বছর বা তার বেশি বয়সের মহিলাদের জন্যই সংরক্ষিত।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

মহিলাদের জন্য সংরক্ষিত কোচ ও স্পেশাল ট্রেন

দীর্ঘ দূরত্বের ট্রেনগুলির স্লিপার কোচে মহিলাদের জন্য বিশেষ সংরক্ষিত আসন থাকে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এমনকি মহিলা যাত্রীদের জন্য পৃথক সংরক্ষিত কোচও থাকে EMU, DMU ও MMTS ট্রেনগুলিতে। পাশাপাশি বড় বড় শহরগুলিতে লেডিস স্পেশাল ট্রেন চালু রয়েছে, যা শুধুমাত্র মহিলাদের জন্যই পরিষেবা দিয়ে থাকে। এই লেডিস স্পেশাল ট্রেনগুলি মূলত মুম্বাই, কলকাতা, সেকেন্দ্রাবাদ, চেন্নাই ও দিল্লিতে চলাচল করে।

READ MORE:  Sada Palash: পুরুলিয়ায় গিয়ে সাদা পলাশ দেখতে চান? জেনে নিন ঠিকানা | Purulia Sada Polash Address

যাত্রীদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা

শুধু আসন নয়। রেল পুলিশ (RPF) এবং সরকারি রেল পুলিশ (GRP) দ্বারা নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করা হয়েছে মহিলাদের জন্য। মহিলারা যদি কোন সমস্যায় পড়ে, তাহলে দ্রুত অভিযোগ জানানোর জন্য “Rail Madad” পোর্টাল এবং 139 হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে। পাশাপাশি রেলস্টেশন ও ট্রেনের ভিতরে সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে, যা প্রতি মুহূর্তে নজরদারি চালায়। 

মেরি সহেলি উদ্যোগ: একা ভ্রমণকারী মহিলাদের জন্য বিশেষ সুরক্ষা

যে সমস্ত মহিলারা একা ভ্রমণ করেন, তাদের জন্য মেরি সহেলি একটি বিশেষ উদ্যোগ। কারণ একা ভ্রমণকারী মহিলাদের ট্রিপের শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে নজরদারি রাখা হয়। পাশাপাশি রেলওয়ে জোনগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ট্রেনের নিরাপত্তা রক্ষি দলের মধ্যে পুরুষ এবং মহিলা RPF-দের মোতায়ন করা হয়। এর ফলে মহিলা যাত্রীরা দীর্ঘ দূরত্বের জন্য আরও নিরাপদ বোধ করবেন। 

READ MORE:  Indian Cricketer Died: IPL শুরুর আগেই দুঃসংবাদ! প্রয়াত ২৮ বছর বয়সী তরুণ ভারতীয় ক্রিকেটার | Indian Cricketer Died Before IPL

মহিলাদের যাত্রাকে আরো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ভারতীয় রেল বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছে। তাই মহিলা যাত্রীরা যদি এই সংরক্ষণ ব্যবস্থার সুবিধা সম্পর্কে আগেভাগে জানেন, তাহলে তাদের যাত্রা আরো সহজ ও নির্ঝঞ্ঝাট হবে।

Scroll to Top