লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মাত্র ১০ হাজার বিনিয়োগ, আয় হবে লাখে! রইল সামান্য পরিশ্রমেই দারুণ ব্যবসার সন্ধান । Unique Business idea of Selling Moonj Grass Products to Earn Rs 20000 every month । India Hood News

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ চাকরির বাজারের যা অবস্থা তাতে একটা ভালো কাজ খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে গিয়েছে। তাছাড়া কাজ পেলেও খুব একটা ভালো পারিশ্রমিক মিলছে না। তাই অনেকেই নিজস্ব ব্যবসা শুরু করতে চান। তবে চারিদিকে এত ধরণের ব্যবসা রয়েছে কোনটা করলে ভালো হবে বা কম পুঁজিতে কোনটায় ভালো আয় হবে বুঝতে পারাটা বেশ মুশকিল। তাই আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল এক দুর্দান্ত ব্যবসার আইডিয়া (Unique Business Idea) যেটা থেকে মাসে সহজেই ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা আয় করা যেতেই পারে।

মুঞ্জ ঘাসের প্রোডাক্ট তৈরির ব্যবসা | Moonj Grass Products Business or Handicrafts Business

আমাদের বাড়িতে বা আসেপাশে এক ধরণের বেতের মত ছোটখাটো ঝুড়ি, বা ঘর সাজানোর জিনিস দেখতে পাওয়া যায়। এই ধরণের ছোটখাটো দ্রব্যগুলো মুঞ্জ ঘাস দিয়ে তৈরী করা হয়। মূলত নদীর ধারে গজায় এই ঘাসগুলি। যা বড়বড় হয়ে গেলেই সঠিক সময়ে কেটে নিতে হয়। এরপর সেগুলোকে সূর্যের আলোয় শুকনো করে পছন্দসই ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ঝুড়ি, বা ছোটখাটো বাক্স বানানো হয়। আপনি কিভাবে এই ব্যবসা শুরু করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

READ MORE:  ১লা এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে UPI পরিষেবা, লেনদেন চালাতে এখনই এই কাজটি করুন

কীভাবে শুরু করবেন মুঞ্জ ঘাসের প্রোডাক্ট তৈরির ব্যবসা?

যেহেতু এটি হ্যান্ডিক্রাফট ব্যবসার মধ্যে পড়ে, এটিকে দুভাবে শুরু করা যেতে পারে। আপনি যদি গ্রামের বাসিন্দা হন ও আপনার বাড়ির ওকে বা আপনি নিজে ঝুড়ি, ঘর সাজানোর জিনিস বা ছোটখাটো বাক্স তৈরী করতে পারেন মুঞ্জ ঘাস দিয়ে তাহলে সব থেকে ভালো হয়। এক্ষেত্রে ঘাস জোগাড় করে বা কিনে এনে সেগুলো শুকনো করে নিয়ে জিনিসপত্র তৈরী করতে হবে। তারপর বিভিন্ন হস্তশিল্প মেলা কিংবা হাতে গিয়ে সেগুলোকে বিক্রি করতে হবে।

এছাড়া আপনি যদি এই ধরণের কাজ না জানেন তাহলেও এই ব্যবসা শুরু করা যেতে পারে। ভাবছেন কিভাবে? এর জন্য আপনাকে শিল্প গ্রামগুলিতে যেতে হবে। বা হস্তশিল্প মেলায় আসা শিল্পীদের থেকে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। এরপর যারা এই দ্রব্যগুলো তৈরী করেছেন তাদের থেকে সরাসরি বেশি পরিমাণে কিনলেই অনেকটা কমে পাওয়া যাবে। তারপর সেটা একটা দোকানে বা মেলায় বা অনলাইনে বিক্রি করে ভালো মুনাফা কামানো যেতে পারে।

READ MORE:  Mahila Samman Savings Certificate: পোস্ট অফিস না ব্যাঙ্কে FD, কোথায় বিনিয়োগ করলে বেশি টাকা পাবেন মহিলারা? জানুন | Fixed Deposit And India Post Investment For Womens

বিশেষ করে আপনি যদি একজন মহিলা হন ও স্বনির্ভর হতে চান তাহলে এই ব্যবসাটি একটি ভালো উপায় হতে পারে। বহু গ্রামে সরকারের তরফ থেকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই ধরণের কুটিরশিল্প বা হ্যান্ডিক্রাফটের কাজ শেখানোর প্রশিক্ষণও দেওয়া হয়। সেখান থেকেও এই কাজ শিখে নিজের ব্যবসা চালু করতেই পারেন।

কত টাকা আয় করা সম্ভব?

এই ধরণের জিনিস তৈরির খরচ অনেকটাই কম। মুঞ্জ ঘাস যেহেতু নদীর ধরে গজায়, গ্রামের দিকে একপ্রকার বিনাপয়সাতেই পাওয়া যায়। তাছাড়া কিনতে হলেও খুব একটা দাম পড়ে না। একবার ঘাসগুলি সংগ্রহ করার পর সেগুলিকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর সেগুলোকে হাতে করে বুনে পছন্দসই জিনিস তৈরী করে নানা রঙের কালার করে দেওয়া যেতে পারে। মোটামুটি একেকটি জিনিস তৈরির জন্য ২৫০ টাকা থেকে ৩০০ টাকা খরচ হয়। যা দিব্যি ১০০০ টাকা থেকে ১২০০ টাকায় বিক্রি হতে পারে।

READ MORE:  Business Idea: শহর থেকে গ্রাম, অলিগলিতে চাহিদা, মাস গেলে ৫০ হাজার আয়! এই ব্যবসা করলেই কোটিপতি | Purpose Cream Business

অর্থাৎ গড়ে একটি আইটেমের থেকেই ৫০০ – ৭০০ টাকা আয় করা সম্ভব। এমনকি যদি আপনি শিল্পীদের থেকে কিনে এনেও রিসেল করেন তাহলেও ৩০০ – ৪০০ টাকা আয় করা সম্ভব। সেই হিসাবে দেখলে মাসে নূন্যতম ৫০টি জিনিস বিক্রি করলেই ২০০০০ টাকা আয় করা সম্ভব। সুতরাং যদি কাজের আশায় না বসে থেকে ব্যবসা শুরু করতে চান এটা সেরা অপশন হতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.