সৌভিক মুখার্জী, কলকাতাঃ কলকাতা থেকে কাশ্মীর যেতে মাত্র ২ ঘণ্টা সময় লাগবে! কেমন হবে? অবিশ্বাস্য মনে হচ্ছে? তবে এই অবিশ্বাস্য ব্যাপারই এবার বাস্তবে রূপ নিতে চলেছে হাইপারলুপ প্রযুক্তির মাধ্যমে। সম্প্রতি কেন্দ্রীয় রেল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিয়েছে, ভারতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম হাইপারলুপ পরীক্ষা টিউব। বেশ কিছু সূত্র মারফত খবর, মাদ্রাজের আইআইটিতে ইতিমধ্যেই ৪১০ মিটার লম্বা একটি হাইপারলুপ পরীক্ষার টিউব তৈরি করা হয়েছে। এটি এশিয়ার সবথেকে বৃহত্তম এবং এটি শীঘ্রই বিশ্বের মধ্যে বৃহত্তম হাইপারলুপ টিউব হয়ে উঠবে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
হাইপারলুপ কী?
হাইপারলুপ হলো ভ্যাকুয়াম টিউবের ভিতরে দ্রুতগামী ক্যাপসুলের মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অভিনব এক প্রযুক্তি। জানলে অবাক হবেন, এর গতি হতে পারে সর্বোচ্চ ১১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত, যা সাধারণ ট্রেনের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। পাশাপাশি এই প্রযুক্তিতে জ্বালানির ব্যয় অনেকটাই কম এবং এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব।
ভারতের প্রযুক্তিগত মাইলফলক
গত ১৫ই মার্চ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আইআইটি মাদ্রাজে গিয়ে লাইভ হাইপারলুপ পরীক্ষা করেছেন। তিনি বলেছেন, এই গোটা গবেষণা ভারতীয় প্রযুক্তির মাধ্যমে তৈরি। পাশাপাশি রেলমন্ত্রী হাইপারলুপ প্রযুক্তি উন্নতির জন্য ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে। বেশ কিছু সূত্র দাবি করছে, হাইপারলুপ পরীক্ষার জন্য ইলেকট্রিক প্রযুক্তি তৈরি করা হবে চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কোচ (ICF) ফ্যাক্টরিতে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ভারতীয় রেলের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা
ভারতীয় রেলের সহযোগিতায় আইআইটি মাদ্রাজে হাইপারলুপ সিস্টেম তৈরির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। ইতিমধ্যে ৪২২ মিটার লম্বা একটি পরীক্ষামূলক ট্র্যাক তৈরি করা হয়ে গেছে। ভবিষ্যতে যাত্রী পরিবহনের জন্য উন্নত ক্যাপসুল প্রযুক্তির পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে।
কলকাতা থেকে কাশ্মীর মাত্র ২ ঘণ্টায়!
সম্প্রতি বিজেপির এক পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে যে, হাইপারলুপ চালু হলে কলকাতা থেকে কাশ্মীর যাওয়া হবে মাত্র ২ ঘণ্টায়। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। এর গতি হবে ঘণ্টায় ১১০০ কিলোমিটার। আসলে বাস্তবে কী এমনটা সম্ভব? বিশেষজ্ঞরা বলছে, যদি টেকনোলজি সফলভাবে কার্যকর হয়, তাহলে এই দাবি সত্যিই সম্ভব। তবে পুরোপুরি বাস্তবায়ন হতে এখনো কয়েক বছর সময় লাগতে পারে।
বিজ্ঞান কল্পকাহিনীর মতো মনে হলেও হাইপারলুপের স্বপ্ন সত্যি এবার বাস্তবে পরিণত হওয়ার পথে। ভারতের প্রযুক্তিগত উন্নয়ন এখন আরও একধাপ এগিয়ে চলেছে। তবে কলকাতা থেকে কাশ্মীর মাত্র ২ ঘন্টায় পৌঁছানো যাবে কিনা তা সঠিক সময় আসলেই বলা যাবে।