লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মাত্র ৫০ টাকার কমে মিলছে ২৫GB ডেটা! জিও, এয়ারটেল, Vi-র সেরা কিছু প্ল্যান

Published on:

এমন একটা সময় ছিল, যখন ১ জিবি ডেটা কিনতে গেলে গুনতে হতো মোটা টাকা। কিন্তু এখন প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আমরা প্রচুর পরিমানে ডেটা (Recharge Plan) পাচ্ছে মাত্র ৫০ টাকায়। হ্যাঁ, আপনি কি জানেন, জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার এমন কিছু ডেটা প্ল্যান রয়েছে, যেগুলি মাত্র ৪৯ টাকায় ২০ জিবি থেকে ২৫ জিবি পর্যন্ত ডেটা দিচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক, জনপ্রিয় কিছু মোবাইল ডেটা প্যাক সম্পর্কে। 

জিওর ৪৯ টাকায় ২৫ জিবি ডেটা

দেশের সবথেকে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও মাত্র ৪৯ টাকায় ২৫ জিবি ডেটা দিচ্ছে। তাও ১ দিনের জন্য। জিও তাঁদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এমন একটি দুর্দান্ত প্ল্যান, যেখানে আপনি মাত্র ৪৯ টাকায় পাবেন ২৫ জিবি হাই-স্পিড ইন্টারনেট। যারা দিনে প্রচুর পরিমাণে ভিডিও দেখেন বা অনলাইনে কাজ করেন, তাদের জন্য এটি সেরা প্ল্যান। 

READ MORE:  SBI Loan: ৭০ বছর বয়সেও মিলবে লোন, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ অফার SBI-র | State Bank Of India Senior Citizen Loan

শুধু তাই নয়, জিওর ২৯ টাকায় একটি ডেটা প্যাক রয়েছে। যেখানে ২ জিবি ডেটা পাওয়া যাবে এবং ভ্যালিডিটি পাওয়া যাবে ২ দিন। এছাড়া ১৯ টাকায় ১ জিবি ডেটা প্ল্যানও রয়েছে, যার ভ্যালিডিটি ১ দিন।

এয়ারটেলের ৪৯ টাকায় সেরা প্ল্যান

যারা এয়ারটেল গ্রাহক, তাদেরও সুখবর রয়েছে। কারণ এয়ারটেল ৪৯ টাকার প্ল্যানে দিচ্ছে ২০ জিবি ডেটা। যারা প্রতিদিন নিয়মিত গেমিং, ভিডিও কনফারেন্স বা স্ট্রিমিং করেন, তাদের জন্য এই প্ল্যানটি সেরা বিকল্প। 

READ MORE:  মোদি সরকারের মেগা সাফল্য, এবার ভারত জাপান ও জার্মানিকে পিছনে ফেলতে চলেছে

এছাড়া এয়ারটেলের ৩৩ টাকারও একটি ডেটা প্ল্যান রয়েছে। যেখানে ১ দিন ভ্যালিডিটি দেওয়া হয় এবং ২ জিবি ডেটা দেওয়া হয়। কম ডেটা ব্যবহারের জন্য ৩৩ টাকার এই প্লানটিও সেরা।

ভোডাফোন আইডিয়ার ৪৯ টাকার প্ল্যান

যারা ভোডাফোন আইডিয়ার গ্রাহক তাদের জন্য একটি সেরা প্ল্যান রয়েছে। মাত্র ৪৯ টাকায় ২০ জিবি ডেটা দেওয়া হচ্ছে, তাও ১ দিনের জন্য। যারা প্রতিদিন বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন, তাদের জন্য পারফেক্ট এই প্ল্যানটি।

READ MORE:  এইসব কর্মীদের জন্যে দারুণ সুখবর, একধাক্কায় পেনশন বাড়ছে ৭ গুন

এছাড়া ভোডাফোন আইডিয়ার ৪৮ টাকার একটি প্ল্যান রয়েছে। যেখানে ৬ জিবি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩ দিন। যারা দীর্ঘ সময়ের জন্য ডেটা খুঁজছেন, তাদের জন্য ৪৮ টাকার প্ল্যানটিও সেরা বিকল্প। 

তাই মাত্র ৫০ টাকার কম দামে এরকম বিপুল পরিমাণে ডেটা পাওয়া সত্যিই কল্পনা। এখন সময় বাঁচানোর পাশাপাশি পকেটের উপর চাপ না ফেলেও স্মার্টলি ডেটা ব্যবহার করা যায়। তাই আপনার প্রয়োজন অনুযায়ী একটি প্ল্যান এখনই বেছে নিন এবং উপভোগ করুন আনলিমিটেড ডেটা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.