প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর অর্থাৎ ২০২৪ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে ঘোষণা করেছিলেন যে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ বা মাওবাদী সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। আর এই ঘোষণার পর থেকেই এই অপারেশন বাস্তবায়িত করতে অনেকটাই এগিয়েছে সরকার। এখনও পর্যন্ত ছত্তিশগড়ে (Chhattisgarh) হাজার হাজার মাওবাদী সমাজের মূলস্রোতে আসার জন্য আত্মসমর্পণ করেছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
গত সপ্তাহে ছত্তিশগড়ের বস্তারের দন্তেওয়াড়া জেলার তিন মাওবাদী কমান্ডার-সহ ২৬ জন গেরিলা আন্তসমর্পণ করেছে। এর আগে, তেলেঙ্গানার ভদ্রদ্রি কোঠাগুদেম জেলায় ২০ জন মহিলা সহ কমপক্ষে ৮৬ জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল।
আত্মসমর্পণ করল আরও ৪২ মাওবাদী!
দিনের পর দিন সেই আত্মসমর্পণের তালিকা আরও দীর্ঘ হতে শুরু হয়েছে। সূত্রের খবর আজ ছত্তিশগড়ের সুকুমায় নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে ২২ জন মাওবাদী। আর গুরুত্বপূর্ণ বিষয় হল ধৃত মাওবাদীদের মধ্যে ১২ জনের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা। হ্যাঁ ঠিকই শুনছেন। কেন্দ্রীয় সরকার এই ১২ জন কুখ্যাত মাওবাদিকে ধরার জন্য ৪০.৫ লক্ষ টাকা পুরস্কার হিসেবে ঘোষণা করেছিল। ছত্তিশগড়ের সুকমা জেলার পুলিশ সুপার কিরণ চহ্বান জানিয়েছেন আজ, শুক্রবার নয়জন মহিলা-সহ ২২ মাওবাদী পুলিশ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আত্মসমর্পণ করেছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
পুরস্কারের দাম লাখেরও বেশি!
যে সকল মাওবাদীগণ আজ পুলিশের জলে নিজেদের ধরা দিয়েছেন তাঁদের নামও প্রকাশ করেছে পুলিশ সুপার কিরণ চহ্বান। তিনি জানিয়েছেন, আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন মাওবাদীদের মাদ ডিভিশনের অধীনে পিএলজিএ কোম্পানি নং ১-এর ডেপুটি কমান্ডার বছর ৩৩ এর মুচাকি জোগা এবং তাঁর স্ত্রী ২৮ বছরের মুচাকি জোগি এবং একই স্কোয়াডের আরও সদস্য, যাদের প্রত্যেকের জন্য ৮ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল পুলিশের তরফ থেকে। এছাড়াও রয়েছে কিকিড় দেব (৩০) এবং মনোজ ওরফে দুধি বুধরা (২৮)। যাদের প্রত্যেকের জন্য ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এছাড়াও আত্মসমর্পণকারী সাতজন মাওবাদীদের মধ্যে প্রত্যেকের জন্য ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। শুধুমাত্র একজনের জন্য ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছিল।
প্রসঙ্গত, কিছুদিন আগে এই কুখ্যাত মাওবাদীদের ধরার জন্য পুলিশকে অনেক অপারেশন পরিকল্পনা করতে হয়েছিল। এমনকি নিজেদের প্রাণ রক্ষার্থে তাঁরা নিরাপত্তা বাহিনীর উপর একাধিক হামলা করেছে। অবশেষে তাঁরা নিজেরাই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। আর এই সাফল্যের পিছনে জেলা পুলিশ, জেলা রিজার্ভ গার্ড, সিআরপিএস বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানানো হয়েছে উপর মহল থেকে। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার আত্মসমর্পণকারী সকল মাওবাদীকে ৫০,০০০ টাকা করে সহায়তা দিতে চলেছে। আশা করা হচ্ছে এইভাবেই রাজ্য সরকারের ‘নিয়াদ নেল্লানার’ প্রকল্পের মাধ্যমে আরও মাওবাদীসমাজে নিজেদের জায়গা বানাতে এইভাবেই আত্মসমর্পণ করবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।