লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মানুষ নিয়েই আকাশে উড়বে ড্রোন, দুর্গাপুরের যুবকের আবিষ্কারে অবাক সবাই

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মানুষ নিয়েই উড়ছে ড্রোন! বিরল আবিষ্কার করে তাক লাগালেন দুর্গাপুরের(Durgapur) ছোটন ঘোষ ও তার দলবল। সম্প্রতি, চালকবাহী ড্রোন পরীক্ষার একটি দৃশ্য ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন ওই ব্যক্তি। যেখানে, সাদা-সবুজ-নিল সহ নানান রঙের সংমিশ্রণে তৈরি একটি বৃহৎ আকৃতির ড্রোন উড়িয়ে দেখিয়েছেন তারা। শুধু তাই নয়, মানুষ নিয়ে দুর্গাপুরের আকাশে উড়ে চলেছে কৃত্রিম যন্ত্রটি। যা ইতিমধ্যেই সারা ফেলেছে নেট দুনিয়ায়।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

ছোটন ঘোষদের নতুন প্রচেষ্টা

প্রায়শই গাড়ির টায়ার থেকে শুরু করে থার্মোকল কিংবা প্লাস্টিকের সরঞ্জাম দিয়ে বিরল সব আবিষ্কার করে নিজের ফেসবুক পেজে আপলোড করেন দুর্গাপুরের বাসিন্দা ছোটন ঘোষ। আর তাতেই আসে লাখ লাখ প্রশংসা। এবার সেই পথ ধরেই, দীর্ঘদিনের পরিশ্রম ও যান্ত্রিক মানসিকতাকে কাজে লাগিয়ে ড্রোন তৈরি করে ফেলেছেন ছোটন ও তাঁর টিম।

READ MORE:  হাওড়া, সাঁতরাগাছি, শালিমার থেকে বাতিল অজস্র ট্রেন! টানা দু’মাস ভোগান্তি

তবে এই ড্রোনটির বিশেষত্ব, সে মানুষ নিয়েই আকাশে উড়তে পারে। হ্যাঁ, সম্প্রতি ‘মনু ছোটন ঘোষ’ নামক ফেসবুক হ্যান্ডেলে মানববাহী ড্রোনটির ট্রায়ালের ভিডিও পোস্ট করেছেন ছোটন। মূলত, দামোদর নদীর পাড়ে দীর্ঘ কারুকার্যের পর শেষমেশ চালকবাহী ড্রোনটিকে উড়িয়ে দেখান দুর্গাপুরের ওই অসাধ্য সাধক। শেষ পর্যন্ত, ড্রোনের প্রাথমিক পরীক্ষার সফল হয়।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

তবে, ছোটন জানিয়েছেন, চালক নিয়ে কোনও রকম সমস্যা ছাড়াই ড্রোনটি আকাশে উড়তে পারছে ঠিকই, তবে এর ল্যান্ডিংয়ের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। ভিডিওতে ছোটন জানান, ড্রোনটি ল্যান্ড করার সময় বেশ কিছু সমস্যা ভোগ করছে। এখনও এটি আকাশে ওড়ার জন্য পুরোপুরি তৈরি হয়নি।

ড্রোনটি যাতে মাটিতে নির্ঝঞ্ঝাটে ল্যান্ড করতে পারে সে জন্য তাতে সেন্সর যোগ করতে হবে। এছাড়াও বেশ কিছু কাজ রয়েছে। যা মনু ছোটন ঘোষ চ্যানেলে পার্ট টু হিসেবে আসবে। সেজন্য দর্শকদের অপেক্ষা করতে বলেছেন ছোটন।

 

মানুষ চাপিয়ে উড়তে পারবে ড্রোন তৈরি দুর্গাপুরে
এইটা পার্ট 1 ভিডিও কিছুদিন পর পার্ট 2 ভিডিও আমাদের আসছে। People will be able to fly by drone -made Durgapur #india #drone #experimnt #chhotan #monu

Posted by MONU chhoton GHOSH on Saturday, April 5, 2025

 

READ MORE:  Champions Trophy 2025: সব দায় ICC-র! করাচিতে ভারতীয় পতাকা না থাকার আসল কারণ জানাল PCB | Why Indian Flag Not In Karachi Stadium, PCB Blame ICC

এমন আবিষ্কার এটাই প্রথম নয়

দুর্গাপুরের অসাধ্য সাধক ছোটনের হাত ধরে মানুষ বহনকারী ড্রোনের মতো আবিষ্কার এটাই প্রথম নয়। এর আগেও বিস্কুটের রাম মন্দির, চন্দ্রযান-3, মহাদেবের মূর্তি, থার্মোকলের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, ইলেকট্রিক প্রজাপতি, লাইটিং শিবলিঙ্গর মতো নানান আবিষ্কার দেখিয়ে দর্শকদের তাক লাগিয়েছেন ছোটন। তবে দুর্গাপুরের ওই মেধাবীর অভিযোগ, এর আগে রাম মন্দির দেখে তাদের সাথে যোগাযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অবশ্যই পড়ুন: ক্রিকেটের ইতিহাসে অভিশপ্ত দিন ৭ এপ্রিল! আজই কেরিয়ার শেষ হয়েছিল টিম ইন্ডিয়ার ২ মহারথীর

আগামী দিনে তারা যাতে আরও বড় কিছু করতে পারেন সে জন্য সরকারের তরফে সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তবে সেই আশ্বাস নাকি রাখা হয়নি। এছাড়াও সম্প্রতি চন্দ্রযান-3 বানিয়ে দেশবাসীকে চমকে দিয়েছিলেন ছোটন। সেবারও নাকি ISRO-র এক বিজ্ঞানী তাদের সাথে যোগাযোগ করে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে পরবর্তীতে নাকি ওই গবেষকের তরফ কোনও রকম উত্তর আসেনি। কিন্তু তা সত্ত্বেও হার মানেননি ছোটন। সব শেষে তাদের এই নতুন প্রচেষ্টা অর্থাৎ মানববাহী ড্রোনটি যাতে গোটা বিশ্ববাসীর নজরে আসে সে জন্য ভিডিটি বেশি করে শেয়ার করার আবেদন জানিয়েছেন দুর্গাপুরের ছোটন ঘোষ।

READ MORE:  মেট্রো যাত্রীদের জন্য সুখবর, এল আরও উন্নত রেক, বদলে যাবে সফরের অভিজ্ঞতা
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.