প্রীতি পোদ্দার, কলকাতা: দৈনন্দিন জীবনে কাজের চাপে মানুষের মন মেজাজ এতটাই বিগড়ে গিয়েছে যে কোনো কিছুতেই শান্ত ভাবে মন বসাতে পারছে না। তাই সেক্ষেত্রে ছোট খাটো শর্ট তৃপ হলে মন্দ হয় না। এদিকে কাজের মাঝখানে একটানা ছুটি (Govt Holidays) দিতেও নারাজ অফিসের বস। কিন্তু যদি এই ছুটি গুলি আপনা আপনি চলে আসে আপনার কাছে, তাহলে মন্দ কি? হ্যাঁ, ঠিকই পড়ছেন, এবার মার্চের শেষে মিলছে পরপর টানা ৪ দিন ছুটি। একনজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কবে কবে ছুটি মার্চে?
চলতি বছর মার্চ মাসের ছুটির তালিকা ভালো করে খেয়াল করলে জানা যাবে যে এই মাসের প্রথম ছুটির দিন ছিল ১৪ মার্চ। সেদিন দোল যাত্রা উপলক্ষে রাজ্য সরকার ছুটি দিয়েছিল। এরপর ২৭ তারিখ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে রাজ্য সরকার ছুটি দিতে চলেছে।এবং সর্বশেষে ৩১ মার্চ ইদ-উল-ফিতর উপলক্ষে ছুটি দিতে চলেছে রাজ্য সরকার। তবে একদিন নয় টানা দুইদিন ইদ-উল-ফিতরের জন্য ছুটি দিতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ ১ এপ্রিল ছুটি। আর এই ছুটির মধ্যে একটি শর্ট ট্রিপের প্ল্যান অনায়াসে করা যায়।
৬ দিন টানা ছুটি
আসলে আগামীকাল অর্থাৎ ২৭ তারিখ বৃহস্পতিবার হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে রাজ্য সরকার ছুটি দিচ্ছে। পরের দিন অর্থাৎ ২৮ তারিখ পড়ছে শুক্রবার। সেক্ষেত্রে যদি এদিন সিক লিভ নেওয়া যায় তাহলে টানা ছুটি পাওয়া যাবে ৬ দিন। এখন নিশ্চয়ই ভাবছেন টানা ৬ দিন কীভাবে? আসলে ২৯ ও ৩০ তারিখ পড়ছে শনিবার, রবিবার। তারউপর ৩১ এবং ১ তারিখ সোম-মঙ্গল ইদ-উল-ফিতরের ছুটি। তাই সব মিলিয়ে মোট ছুটি পাওয়া যাচ্ছে ৬ দিন। তাই এই সময়ে টানা ছুটিতে পরিবার বা বন্ধুবন্ধব নিয়ে অনায়াসে ঘুরে আসতে পারবেন আপনিও।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কিছুদিন আগে ইদে দু’দিনের ছুটি, আর বিশ্বকর্মা পুজোয় ছুটি নেই বলে কলকাতা পুরসভার তরফ থেকে এক ভ্রান্তিমূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। যা ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। আর এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসকদলের বিরুদ্ধে ধর্মবিদ্বেষী মনোভাবের অভিযোগ তোলে বিজেপি। বিতর্ক শুরু হতেই সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভা শোকজ করে সাসপেন্ড করে দেয় সংশ্লিষ্ট অফিসার সিদ্ধার্থশঙ্কর ধারাকে।