লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

মেঘের উপর ছুটবে গাড়ি! বিশ্বের সবচেয়ে উঁচু সেতু তৈরিতে নয়া রেকর্ড চিনের

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের (China) প্রযুক্তি ও কারিগরি কৌশলের কাছে হার মেনেছে উন্নত বিশ্বের একাধিক দেশ! এবার সেই প্রযুক্তিক বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বের সর্বোচ্চ সেতু নির্মাণের পথে হেঁটেছে ড্রাগনের দেশ। সূত্রের খবর, চিনের হুয়াইজিয়াংয়ে যে ব্রিজটি তৈরি হচ্ছে, তা বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজ হিসেবে আত্মপ্রকাশ করবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বিশেষজ্ঞদের একটা বড় অংশ বলেছেন, এই সেতুটির উচ্চতা নাকি লন্ডনের গোল্ডেন গেট ব্রিজের অন্তত নয় গুণ। শুধু তাই নয়, বিশ্ববাসীর বিশেষ আকর্ষণ প্যারিসের সুউচ্চ আইফেল টাওয়ারের থেকেও নাকি এটি দুগুণ উঁচু। সম্প্রতি হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের একটি ড্রোন ফুটেজ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যেখানে পাখির চোখে দেখা যাচ্ছে, বিশ্বের সর্বোচ্চ সেতুটির পাশ থেকে বয়ে চলা মেঘ ও যানবাহনের মেলবন্ধন।

READ MORE:  PSL শুরুর আগেই খেলোয়াড়দের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মুখ পুড়ল পাকিস্তানের! | Fire Breaks Out At Cricketer's Hotel Before PSL

নির্মাণ কাজ প্রায় শেষ

চিনে নির্মীয়মান হুয়াজিয়ান গ্র্যান্ড ক্যানিয়ন সেতুটির নির্মাণ কাজ প্রায় শেষ বলা চলে। সূত্রের খবর, চিনের বেইপান নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য কমপক্ষে 2.9 কিলোমিটার। সেই সাথে, নদীর পৃষ্ঠ থেকে এটির উচ্চতা প্রায় 2,050 ফুট। যেখানে বিশ্বের অন্যতম আকর্ষণ আইফেল টাওয়ারের উচ্চতা মাত্র 1,083 ফুট।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কাজেই বলা যায়, চিনে নব নির্মিত এই ব্রিজটি আইফেল টাওয়ারের প্রায় দুগুণ উচুঁ। বলে রাখি, সেতুর মধ্যভাগ মূলত 93টি অংশ দ্বারা গঠিত। একই সাথে, সেতুটির মোট ওজন প্রায় 22,000 টন। এক্ষেত্রেও ওজনের নিরিখ এটি হার মানাবে আইফেল টাওয়ারকে।

READ MORE:  প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি! দূষণের জেরে কমছে ইলিশের উৎপাদন, চিন্তায় আপামর বাঙালি

পুরনো রেকর্ড ভাঙতে চলেছে চিন

বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতুর তালিকায় রয়েছে চিনের বেইপানজিয়াং সেতু। যার উচ্চতা 1,854 ফুট। তবে এবার পুরনো রেকর্ড ভেঙে নতুন খাতা খুলতে চলেছে শি জিনপিংয়ের দেশ। শীঘ্রই উদ্বোধন হতে চলছে চিনের হুয়াইজিয়াং সেতুর। জানা গিয়েছে, প্রায় 320 কিলোমিটার উত্তরে অবস্থিত গুইঝো প্রদেশের বেইপানজিয়াং অর্থাৎ বিশ্বের বর্তমান সর্বোচ্চ সেতুটির নামেই নাম রাখা হয়েছে এই নতুন প্রজন্মের হুয়াইজিয়াং সেতুটির।

অবশ্যই পড়ুন: জয় নিশ্চিত মোহনবাগানের! ফাইনালে ফিরছেন পুরনো সঙ্গী

লাভবান হবেন চিনের জনগণ

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, চিনের হুয়াইজিয়াং সেতুটি একবার উদ্বোধন হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে চিনের। জানা যাচ্ছে, সুউচ্চ উপত্যকার ওপর নির্মিত ব্রিজটি জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে গেলে বিরাট উপকৃত হবেন স্থানীয় মানুষজন।

READ MORE:  Spoof Calls: ২৪ ঘন্টায় ৯০% কমেছে প্রতারণামূলক কল, বিরাট সাফল্য টেলিকম ডিপার্টমেন্টের | DoT blocked 90% Spoof Calls in with New Spoof Call Prevention System

কেননা, বর্তমানে ওই উপত্যকা অঞ্চল অতিক্রম করতে যেখানে সময় লাগে প্রায় 1 ঘন্টা, সেখানে হুয়াইজিয়াং সেতুর দৌলতে দূরত্ব কমে সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট। উল্লেখ্য, 292 ডলার খরচ করে তৈরি এই নতুন সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালে। তবে 2025-র এপ্রিলে দাঁড়িয়ে এটি জনসাধারণের চলাচলের জন্য কার্যত প্রস্তুত।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.