যাওয়া যাবে এক ট্রেনেই, অবশেষে রেলপথে ভারতের সঙ্গে জুড়ছে ভুটান, সম্পন্ন হল বড় কাজ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশী দেশগুলির সাথে যোগাযোগ বৃদ্ধি করাই মূল লক্ষ্য! আর এই লক্ষ্যকে সামনে রেখেই রেল পরিষেবা থেকে বিচ্ছিন্ন দেশ ভুটানকে (Bhutan) অসমের সাথে জুড়বে ভারতীয় রেলওয়ে। বেশ কিছু রিপোর্ট মারফত খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিশনের সাথে তাল মিলিয়ে এবার কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফু পর্যন্ত দীর্ঘ রেলপথ চালু করার প্রস্তাব রাখা হয়েছে। জানা যাচ্ছে, এই রেলপথই অসমের মাধ্যমে ভারতের সাথে ভুটানকে যুক্ত করবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

অসম থেকে ভুটান যাওয়ার রাস্তায় বসছে রেলপথ?

দুই দেশের সম্পর্ক মজবুত করতে অসমের কোকরাঝার থেকে ভুটানের গেলেফু পর্যন্ত দীর্ঘ রেলপথ বসানোর প্রস্তাব রাখা হয়েছে। সূত্রের খবর, দুই দেশের সংযোগ ব্যবস্থাকে উন্নত করতে ও দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত মজবুত করতে এই রেলপথ বসানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেলওয়ে। সম্প্রতি এই রেল পরিষেবার ঘোষণা দিয়েছেন ভারতের মাননীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। গত 25 ফেব্রুয়ারি গুয়াহাটিতে আয়োজিত বিনিয়োগ ও পরিকাঠামোর শীর্ষ সম্মেলনে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

READ MORE:  India Vs Australia: ব্যর্থতার জেরে অজিদের বিরুদ্ধে বাদ তারকা প্লেয়ার? দেখুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ | ICC Champions Trophy Semifinal 1

অসম থেকে ভুটান যাওয়ার পথে 6টি নতুন স্টেশন গড়ে উঠবে

প্রস্তাবিত অসমের কোকরাঝার থেকে ভুটানের গেলেফু পর্যন্ত 69.04 কিলোমিটারের রেল লাইনটি ভারতের সাথে ভুটানের সংযোগের মূল ক্ষেত্র হয়ে উঠবে। সূত্র বলছে, ভারতীয় রেলের এই প্রকল্পের অধীনে অসম থেকে ভুটান যাওয়ার পথে তৈরি হবে 6টি নতুন স্টেশন। জানা যাচ্ছে, বালাজান, গারুভাসা, রুনিখাতা, শান্তিপুর, দাদগিরি হয়ে গেলেফুতে শেষ হবে ট্রেনের যাত্রা পথ।

ভারতীয় রেলওয়ের বেশ কয়েকটি সূত্র বলছে, নতুন স্টেশনের পাশাপাশি অসম থেকে ভুটানের রেলপথ পরিকল্পনায় থাকছে 2টি গুরুত্বপূর্ণ সেতু, 29টি বড় সেতু, 65টি ছোট বা মাঝারি সেতু, 31টি রোড আন্ডারব্রিজ, 1টি রোড ওভারব্রিজ ও 11 মিটারের 2টি ভায়াডাক্ট। বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, ইতিমধ্যেই ফাইনাল লোকেশন সার্ভে সফলভাবে সম্পূর্ণ করা গিয়েছে। পরবর্তী অনুমোদন এবং প্রয়োজনীয় নির্দেশনার জন্য যাবতীয় প্রকল্প প্রতিবেদন জমা পড়েছে।

ভুটানগামী রেলপথ ঘিরে মাথা চাড়া দিয়ে উঠবে একাধিক সুবিধা

ভারতের অসম থেকে ভুটানের গেলেফু পর্যন্ত প্রস্তাবিত রেললাইনটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক, পর্যটন ভিত্তিক ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি পাবে। সেই সাথে দুই দেশের যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে অনেকটাই।

অবশ্যই পড়ুন: ব্যর্থতার জেরে অজিদের বিরুদ্ধে বাদ তারকা প্লেয়ার? দেখুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভুটানের মতো বজ্রড্রাগনের দেশ যা একেবারে শুরু থেকেই রেল পরিষেবা থেকে বিচ্ছিন্ন এবার সেই দেশে প্রথমবারের মতো রেলওয়ে সংযোগ ব্যবস্থা গড়ে উঠলে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ গড়ে ওঠার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে জনসাধারণের বিরাট সুবিধা হবে।

READ MORE:  BCCI On Rohit Sharma: চ্যাম্পিয়নস ট্রফিই শেষ, রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে BCCI | BCCI May Be Take A Big Decision About Rohit Sharma

Scroll to Top