লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

যাত্রী ভোগান্তি দূর, কলকাতায় নতুন রুটে শুরু হল বাস পরিষেবা

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: বাস যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে আপনিও যদি কলকাতা শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। আর বাস না থাকা নিয়ে চিন্তা করতে হবে না। সেহাওড়া হোক কিংবা শিয়ালদা, বিধাননগর বা কলকাতা স্টেশন, নিউটাউন যাওয়া অনেকের পক্ষে সমস্যার হয়ে দাঁড়িয়েছে। তবে আর চিন্তা নেই। কারণ পরিবহণ দফতরের তরফে বাসের ব্যবস্থা করা হল। হ্যাঁ একদম। ঠিক শুনেছেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

নতুন বাস পরিষেবা শুরু

শনিবার হাতিশালা থেকে কলকাতা স্টেশনের সাথে সংযোগকারী একটি বাস রুট চালু করা হয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এটি উদ্বোধন করেছেন। এই প্রসঙ্গে বড় দাবি করেছেন রুট সচিব পলান প্রামাণিক, যিনি কেবি ১৬ এবং ২৬০ রুটের বাসের মালিকও। তিনি জানিয়েছেন, এই রুটে মোট ২৪টি বাসের অনুমোদন দেওয়া হয়েছে। আটটি বাস কারখানায় রয়েছে এবং এক সপ্তাহের মধ্যে এগুলো তৈরি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  Bus Conductor Job: প্রায় ৯০০ পদে নিয়োগ করবে রাজ্য সরকার, কারা পাবেন চাকরি? বিজ্ঞপ্তি জারির পথে নবান্ন | Government Of West Bengal Will Recruit 885 Post

তাঁর মতে, ‘আমরা ১২টি বাস দিয়ে শুরু করছি। পরে এই রুটে চারটি সিএনজি বাসও থাকবে।’ বাস মালিকদের সংগঠন সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহা বিশেষভাবে উল্লেখ করেছেন যে, আরজি কর হাসপাতালের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য স্থানীয়ভাবে ব্যাপক চাহিদা রয়েছে কারণ অনেক লোক এই পথে যাতায়াত করে। এই বাসটি কলকাতা ও বিধাননগর, দুটি স্টেশনের সঙ্গে সংযুক্ত থাকবে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

উপকৃত হবেন সাধারণ মানুষ

ট্রেড ইউনিয়ন নেতা সতর্ক করে বলেন, “যদি বাসগুলি পর্যাপ্ত যাত্রী না পায় তবে এই রুটটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে। অবশ্যই, টোটো এবং অটোরিকশাও চলবে, তবে মূল রাস্তা ধরে বাস চালালে তাদের ক্ষতি হবে। তাই তাদের সরকারি নিয়ম মেনেই চলতে হবে।”

READ MORE:  Ration Card eKyc: এখন ঘরে বসেই মোবাইল থেকে করুন রেশন কার্ড eKYC, অ্যাপ ইনস্টল করলেই প্রক্রিয়া সহজ!

পরিবহনমন্ত্রী এই অঞ্চলে যে পরিবর্তন এসেছে তার কথা বলেন। তিনি জানান, “পাঁচ বছর আগে, এই জায়গাটি দেখতে অনেক আলাদা ছিল। এখন এখানে প্রশস্ত রাস্তা এবং স্ট্রিটলাইট রয়েছে। আমরা সেই অনুযায়ী পরিবহন পরিকাঠামো প্রস্তুত করছি”। তিনি আরও বলেন যে, স্থানীয় বিডিও অফিস থেকে রুটের আরেকটি দাবি বিবেচনা করা হচ্ছে। যাইহোক, নতুন বাস পরিষেবা শুরু হওয়ায় উপকৃত হবেন বাংলার মানুষ।

READ MORE:  Weather Update: ৫০ কিমি বেগে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! খেল দেখাবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের কোথায় কোথায় দুর্যোগ? | Depression In Bay Of Bengal Effects All Bengal
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.