লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

রক্তক্ষয়ী সংঘর্ষ সীমান্তে! অনুপ্রবেশ করতে গিয়ে ‘খতম’ ৫৪ জঙ্গি

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: পাক-আফগান সীমান্তে (Pakistan Afghanistan Border) ফের উত্তেজনা। সূত্রের খবর, রবিবার এক রক্তক্ষয়ী সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ৫৪ জন অনুপ্রবেশকারী আফগান জঙ্গি নিহত হয়েছে। পাক সেনার এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সংঘর্ষের ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান এলাকায়।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কীভাবে ঘটল এই ঘটনা?

পাক সেনারা দাবি করছে, রবিবার ভোরবেলা আফগানিস্তান থেকে একদল জঙ্গি পাকিস্তানে প্রবেশের চেষ্টা করে। সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি লক্ষ করে সতর্ক হয়ে যায় পাক সেনাবাহিনী। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে আঁচ করে ফেলে সেনাবাহিনী। ফলে অনুপ্রবেশকারীদের দমন করে ফেলতে সেনাদের গুলির লড়াইয়ে প্রাণ হারায় ৫৪ জন চরমপন্থী জঙ্গি। এদেরকে পাকিস্তান সরকার সাধারণত স্থানীয় তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) গোষ্ঠীর সদস্য বলে বিবেচনা করে।

READ MORE:  এক বাঙালি IAS এর চিঠিতেই বুক ফাটছে পাকিস্তানের! চেনেন এই অগ্নিকন্যাকে?

তাদের লক্ষ্য কী ছিল?

যদিও পাক সেনা ওই বিবৃতিতে কোনো নির্দিষ্ট দেশের নাম নেয়নি। তবে সেনাদের অভিযোগে একটি বিষয় স্পষ্ট যে, এই অনুপ্রবেশের পিছনে রয়েছে বিদেশি প্রভুদের হাত। হ্যাঁ, তাদের মূল লক্ষ্য ছিল পাকিস্তানের ভিতরে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানো। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, আফগানের মাটিতে আশ্রয় নেওয়া টিটিপি জঙ্গিরাই মূলত এই অনুপ্রবেশের চেষ্টা করেছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

পাক-আফগান সম্পর্কে ফের টানাপোড়েন

২০২১ সালের আগস্ট মাসে আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতা দখলের পর পাকিস্তানের বিরুদ্ধে টিটিপির হামলা বেড়ে চলেছে। এবার পাল্টা ব্যবস্থা নিতে পাকিস্তানও তৎপর হয়ে উঠেছে। সুত্রের খবর, মার্চ মাসে ডেরা ইসমাইল খান এলাকায় বড়সড় অভিযানে অনুপ্রবেশকারী জঙ্গিদের কার্যত দমন করে ফেলেছিল পাক সেনারা। এমনকি কয়েকদিন আগেই পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে টিটিপির গোপন ডেরায় বিমান হামলা চালায়। যার জেরে দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছায়।

READ MORE:  Brahmos Missile: চিনকে শায়েস্তা করাই লক্ষ্য, ভারতের থেকে ব্রহ্মোস কিনছে আরেক দেশ! চুক্তি ৩৮০০ কোটির | India to confirm Rs 3800 Crore Brahmos Missile Deal with Indonesia

দিনের পর দিন উদ্বেগ বাড়ছে

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বারবার এরকম অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদী হামলা পাকিস্তানের নিরাপত্তার জন্য বড়সড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর বিশেষ করে উত্তর ওয়াজিরিস্তান আগে থেকেই চরমপন্থী গোষ্ঠীর ঘাঁটি হিসেবে পরিচিত। এই ঘটনার জেরে ইসলামাবাদ আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

READ MORE:  Pakistan Cricket Board: বিদেশি কোচের টাকা মেরেছে পাকিস্তান! অভিযোগ উঠতেই আসল রূপ দেখাল PCB | Pakistan Cricket Board Accused For Withholding Money Of Coach

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.