লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

রেশন কার্ড নিয়ে কেন্দ্র এবং রাজ্যের দ্বন্দ্ব! কেন আপত্তি জানাচ্ছে রাজ্য?

Published on:

রেশন কার্ড বিতরণ নিয়ে ফের একবার সংঘাতে জড়াল কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকার। এবার বিষয়টি কেন্দ্রের নতুন প্রস্তাবিত নিয়মের পরিবর্তন। কেন্দ্র সরকার মনে করছে, একজন শিশুর বয়স ৬ বছর হলে তবেই তার নামে রেশন কার্ড হওয়া উচিত। তবে পশ্চিমবঙ্গ সরকার এই নিয়মে আপত্তি জানিয়েছে। রাজ্য বলছে, শিশুর জন্মের ১ বছর পরেই তার রেশন কার্ড পাওয়া উচিত।

কেন্দ্র সরকারের TPDS (Targeted Public Distribution System) Control Order 2015’-এর সংশোধনের প্রস্তাবে রাজ্য আপত্তি জানিয়েছে। রাজ্য সরকার মনে করছে,রেশনের খাদ্য থেকে কোন শিশুকে বঞ্চিত করা যাবে না। ফলে কেন্দ্র সরকারের নতুন নিয়ম নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। 

READ MORE:  Gold And Silver Price Today: সোনার দামে বিরাট পতন, সুখবর দিল রুপোর দরও! দেখে নিন আজকের রেট | Today Gold, Silver Price

কি বলছে কেন্দ্র?

কেন্দ্র সরকার বলছে, শিশুর ৬ বছর পূর্ণ হলেই তার নামে রেশন কার্ড ইস্যু করা যাবে। TPDS-এর নিয়মে এই পরিবর্তন কার্যকর করা হবে। এছাড়া ব্যাংক একাউন্টের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকার শিশুর ১ বছর বয়স হলেই রেশন কার্ড ইস্যু করতে চাইছে। বাংলার নিয়ম অনুযায়ী, জন্মের পরেই বার্থ সার্টিফিকেট দেখিয়ে রেশন কার্ড পাওয়া যায়। 

পাশাপাশি ব্যাংক একাউন্ট সংযুক্ত করার বিষয়ে রাজ্য এখনো কোনো সায় দেয়নি। রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) সিস্টেম সমর্থন করবে না। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাংক একাউন্ট লিংক করার কাজ হবে না।

READ MORE:  মাধ্যমিক পরীক্ষায় এবার নতুন নিয়ম, পরীক্ষার্থীদের নিতে হবে ১৪ দফা শপথ

কীভাবে তৈরি হল বিতর্ক?

কেন্দ্র সরকার TPDS নিয়ন্ত্রণ আদেশ ২০১৫ এর পরিবর্তন নিয়ে রাজ্যগুলির মতামত জানতে চেয়েছিল। পশ্চিমবঙ্গ তার নিজস্ব মতামত রেখেছে। গত ১০ই মার্চ পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের বিশেষ সচিব খাদ্য মন্ত্রকের যুগ্ম সচিব রবি শঙ্করকে চিঠি দিয়ে এই আপত্তি জানিয়েছে। 

রাজ্যে বিরোধিতা করে জানায়, ৬ বছর নয়। ১ বছর বয়সেয় রেশন কার্ড পাওয়ার যোগ্য শিশুরা। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্ত করার কাজে সরকার মানবে না বলে জানিয়ে দিয়েছে। আর এখান থেকেই শুরু হয় কেন্দ্র ও রাজ্যের সংঘাত। 

READ MORE:  SBI Recruitment 2025:মোটা বেতন, প্রচুর চাকরি দিতে চলেছে স্টেট ব্যাঙ্ক! জারি নিয়োগের বিজ্ঞপ্তি | State Bank Of India Recruitment

কেন পশ্চিমবঙ্গ আপত্তি করছে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান “সকলের জন্য খাদ্য”। রাজ্যে শিশুর জন্মের পরই রেশন কার্ড দেওয়া হয়। কিন্তু কেন্দ্র সরকারের নতুন নিয়মে তা ৬ বছর পর্যন্ত আটকে থাকবে। ফলে দরিদ্র পরিবারগুলির শিশুরা ৬ বছর বয়স পর্যন্ত রেশনের সুবিধা পাবে না। 

এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করলে অনেক দরিদ্র মানুষ সমস্যার সম্মুখীন হবে। এই কারণেই রাজ্য কেন্দ্রের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে দিয়েছে। এখন দেখার বিষয় কেন্দ্র সরকার পরবর্তী পদক্ষেপ কি নেয়।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.