লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

রেশন কার্ড হারিয়ে গেলেও আর চিন্তা নেই, মাত্র ৫ মিনিটে বানান নতুন e-Ration Card

Published on:

রাজ্যের বহু মানুষ বিনামূল্য রেশন প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে খাদ্যশস্য পান। কিন্তু যদি কোনো কারণে আপনার রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকে তখন কী করবেন? তাহলে কি রেশন মিলবে না? তবে চিন্তার কোন কারণ নেই। আধুনিক প্রযুক্তির সুবিধা নিয়ে আপনি খুব সহজেই e-Ration Card বানিয়ে নিতে পারবেন এবং স্বাভাবিকভাবেই আগের মত রেশন সামগ্রী পাবেন।

রেশন কার্ড হারিয়ে গেলে কী করবেন?

অনেকের মনে প্রশ্ন রয়েছে, রেশন কার্ড হারিয়ে গেলে থানায় হয়তো জিডি করতে হবে। তারপর পুনরায় রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে। তবে এতে প্রচুর সময় লাগে। অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা পোহাতে হয়। এই সমস্যার সহজ সমাধান হল e-Ration Card। এটি একটি ডিজিটাল রেশন কার্ড, যা আপনার ফিজিকাল কার্ড হারিয়ে গেলে সহজেই ব্যবহার করতে পারবেন। 

READ MORE:  EPFO3.0: EPFO 3.0 নিয়ে বিরাট সুখবর শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী | Union Minister Says EPFO 3.0 Will Be Rolled Out Soon

e-Ration Card কী?

e-Ration Card হল আপনার রেশন কার্ডের একটা ডিজিটাল সংস্করণ, যা আপনি অনলাইনে মোবাইলের মাধ্যমে সহজেই পেতে পারেন। আধার কার্ডের মাধ্যমে এটা ডিজিটাল প্লাটফর্মে সংরক্ষণ করা থাকে এবং প্রয়োজনে এটি ব্যবহার করে বিনামূল্যে রেশন সামগ্রী সংগ্রহ করা যায়। 

কীভাবে বানাবেন e-Ration Card?

আপনার মোবাইলের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই এখন বানিয়ে নিতে পারবেন e-Ration Card। এর জন্য নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে-স্টোর থেকে ‘Mera Ration 2.0’ অ্যাপ ডাউনলোড করুন।
  • অ্যাপটি ইন্সটল করার পর আধার নম্বর দিয়ে সর্বপ্রথম লগইন করুন।
  • এবার আপনার নিবন্ধিত মোবাইল নাম্বারে আসা OTP দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। 
  • যদি আপনার রেশন কার্ডের KYC করা থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার ডিজিটাল রেশন কার্ডটি পেয়ে যাবেন।
  • এই রেশন কার্ড দেখিয়ে সহজেই রেশন দোকান থেকেই নির্ধারিত খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন।
READ MORE:  PAN 2.0: নতুন নিয়মে কি বদলে যাবে লেনদেন পদ্ধতি? জেনে নিন সবকিছু

কেন e-Ration Card গুরুত্বপূর্ণ?

বর্তমান সময়ে e-Ration Card অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এর প্রধান কারণগুলি হল-

  • রেশন কার্ড হারিয়ে গেলেও অনলাইনে সহজেই এই কার্ড পুনরুদ্ধার করা যায়। 
  • অফিসে গিয়ে নতুন কার্ড বানানোর কোনরকম ঝামেলা নেই। 
  • যেকোনো সময়, যেকোন জায়গা থেকে এই রেশন কার্ড ব্যবহার করা যায়। 
  • আধার কার্ডের এটি নিরাপদ এবং স্বীকৃত একটি ডকুমেন্ট।
READ MORE:  Indian Army Recruitment 2025: স্নাতক হলে ভারতীয় সেনায় চাকরির সুযোগ, বেতন ৫৬০০০ থেকে শুরু! জারি নিয়োগের বিজ্ঞপ্তি | Ndian Army Recruitment
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.