রেশনে চাল গম পাওয়ার দিন শেষ, এবার ব্যাংক অ্যাকাউন্টে মিলবে ভর্তুকির টাকা

রেশন কার্ড এখন শুধুমাত্র খাদ্য সামগ্রীর জন্য নয়, এটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। কেন্দ্রীয় সরকারের রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করার পরিকল্পনা করেছে। এটা কীভাবে কাজ করবে? এর ফলে সাধারণ মানুষকে কী সুবিধা বা অসুবিধা পাবে? চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই প্রতিবেদনে।

রেশন কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তি কেন?

এর আগে আধার কার্ডকে রেশন কার্ডের সঙ্গে যুক্ত করা হয়েছিল। এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল রেশন কার্ডের দুর্নীতি রোধ করা এবং প্রকৃত উপভোক্তাদের সঠিকভাবে রেশন সুবিধা প্রদান করা। কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার পরিকল্পনা এসেছে, যাতে রেশন ব্যবস্থাকে আরো স্বচ্ছভাবে বন্টন করা যায়।

READ MORE:  India Post GDS Recruitment 2025: মাধ্যমিক পাসে পোস্ট অফিসে চাকরি! ২১,৪১৩ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি | India Post Recruitment

কীভাবে কাজ করবে এই নতুন নিয়ম?

যখন নতুন রেশন কার্ড তৈরি করা হবে তখনই পরিবারের প্রধানের আধারের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকছে, সরকার কি এবার খাদ্য সামগ্রির বদলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা দেওয়ার পরিকল্পনা করছে? বিশেষজ্ঞদের মতে এমনটাও হতেও পারে।

২৮শে ফেব্রুয়ারির বৈঠকে নতুন নিয়মের আভাস

খাদ্য মন্ত্রকের একটি রিপোর্ট অনুযায়ী, গত ২৮শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্যসচিব এবং রাজ্যগুলির খাদ্যসচিবের মধ্যে একটি বৈঠক করা হয়। সেখানে ২০১৫ সালের রেশন সংক্রান্ত নির্দেশিকায় পরিবর্তনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

এই পরিবর্তনের মূল উদ্দেশ্যগুলি হল-

  • রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আরো বাড়িয়ে তোলা।
  • ভুয়ো রেশন কার্ড বন্ধ করা।
  • সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রেশনের অর্থ পাঠানো।
READ MORE:  Government Employee: দোলের আগে লটারি লাগল লক্ষ লক্ষ কর্মীর, আচমকাই বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার | Government Of Madhya Pradesh Hike Salary

রেশন ব্যবস্থায় আসছে বড়সড় পরিবর্তন 

বর্তমানে ভারতের ৮১.৩৫ কোটি মানুষ জাতীয় খাদ্য সুরক্ষার আইনে বিনামূল্যে রেশন পাচ্ছেন। কিন্তু সরকার যদি ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়, তাহলে রেশন ব্যবস্থা বড়সড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি করে চাল বা গম দেওয়া হয়। তবে নতুন নিয়মে রেশন সামগ্রীর বদলে সরাসরি অ্যাকাউন্টে ভর্তুকির টাকা জমা দেওয়া হবে।

গ্রাহকদের জন্য সুবিধা ও অসুবিধা

সুবিধার কথা বলতে গেলে, এর মাধ্যমে রেশন ব্যবস্থায় দুর্নীতি কমবে। পাশাপাশি ভর্তুকির টাকা সরাসরি ব্যাংকে পাওয়ার সুযোগ তৈরি হবে এবং প্রকৃত উপভোক্তরা রেশনের সুবিধা পাবে।

READ MORE:  NTPC Recruitment 2025: NTPC-তে প্রচুর শূন্যপদে নিয়োগ চলছে, শুরুতেই মাসিক বেতন ৫০ হাজার টাকা

তবে এই নিয়মে কিছু সমস্যাও দেখা যাচ্ছে। কারণ প্রত্যন্ত এলাকায় ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে সেই সমস্ত গ্রাহকরা সমস্যায় পড়বে। এছাড়া ব্যাংকে টাকা পাঠানোর পরিবর্তে সরাসরি রেশন পাওয়াতে অনেক গ্রাহক সুবিধা মনে করছে। 

রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তির পরিকল্পনা রেশন ব্যবস্থাকে আরো আধুনিক ও স্বচ্ছ করে তুললে বলে আশা করা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনো সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। যদি এই পরিবর্তন বাস্তবায়িত হয়, তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রায় কেমন পরিবর্তন আসবে সেটা সময়ই বলে দেবে।

Scroll to Top