লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

লিওনেল মেসির আয় জানলে চমকে যাবেন, যা অনেক দেশের বাজেটের চেয়ে বেশি

Updated on:

গতকাল বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির স্বপ্নপূরণ হয়েছে। বিধ্বংসী ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে উঠেছে আর্জেন্টিনার। বর্তমানে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই আন্তর্জাতিক ফুটবল খেলা থেকে অবসর গ্রহণ করবেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। অবসরের পূর্বে গতকাল তার হাতে বিশ্বকাপ দেখে রীতিমতো উঃশ্বাসে ফেটে পড়েছেন তার কোটি কোটি সমর্থক।

READ MORE:  KKR Vs PBKS: প্রতিশোধ! KKR-কে হারিয়ে জয়ের রহস্য ফাঁস করলেন আইয়ার | Shreyas Reveals The Reason Of Win Against KKR

আপনাদের জানিয়ে রাখি, কিংবদন্তি ফুটবলার মেসির সমর্থক ভারত, বাংলাদেশ তথা বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তেই রয়েছে। তাই তার প্রসঙ্গে জানার আগ্রহের কমতি নেই খেলা প্রেমীদের। আপনারা জানলে অবাক হবেন যে, লিওনেল মেসির বার্ষিক আয় অনেক দেশের মোট বাজেটের চেয়ে অনেক বেশি! চলুন দেখে নেওয়া যাক, বিশ্বসেরা ফুটবলারের আয়ের উৎস এবং তার আনুমানিক পরিমাণ কত?

READ MORE:  মেসির পায়ে ম্যাজিক, ফ্রি-কিকের দুনিয়ায় বিশ্বরেকর্ড বিশ্বজয়ীর

বিগত বেশ কয়েক বছর ধরে বার্সেলোনার প্রতিনিধিত্ব করেছিলেন লিওনেল মেসি, তবে ২০২১ সালে তিনি প্যারিস সেন্ট-জার্মেইতে যোগ দেন। বার্সেলোনার সাথে তার চুক্তি শেষ করার সময়, মেসির স্পন্সরশিপ আয় প্রায় $১.৩ বিলিয়ন ডলার। $৯০০ মিলিয়ন আনুমানিক বেতন ছাড়াও, তিনি এখনও পর্যন্ত $৪০০ মিলিয়ন আয় করেছেন এনডোর্সমেন্ট ডিল থেকে।

ফোর্বসের ২০২২ সালের সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়ের তালিকায় মেসির নামও শীর্ষে ছিল। সূত্রের মান্যতা অনুসারে, তিনি ২০২২ সালে $১৩০ মিলিয়ন ডলার আয় করেছেন। যদি মেসির মোট সম্পদের কথা বলা হয়, তাহলে তা কমোরস, গাম্বিয়া, সেশেলস এবং চাদের মতো দেশের মোট বার্ষিক বাজেটের চেয়েও বেশি। শুধু তাই নয়, সোমালিয়া, বারমুডার মতো দেশও বার্ষিক বাজেট রাখে মেসির মোট সম্পদের প্রায় সমান।

READ MORE:  'সবকিছুতেই চ্যাম্পিয়ন থাকা অবস্থায় অবসর নিতে চাই!' বড় ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.