ল্যাপটপের পর এবার ভারতে লঞ্চ হচ্ছে Acer এর স্মার্টফোন, বাজেটের মধ্যে থাকবে জবরদস্ত ফিচার

ল্যাপটপের জন্য পরিচিত জনপ্রিয় ব্র্যান্ড Acer এবার ভারতে স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসলে সংস্থার প্রথম ‘Acerone’ ব্র্যান্ডের স্মার্টফোনগুলি এখন Acerpure এর ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। স্মার্টফোন বাজারে আনার ক্ষেত্রে ব্র্যান্ডটির পার্টনার হিসেবে আছে এসার গ্রুপের সহযোগী সংস্থা Acerpure। আসন্ন স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে Acerone Liquid S162E4 এবং Acerone Liquid S272E4। আসুন এই স্মার্টফোনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Acerone Liquid S162E4 এর স্পেসিফিকেশন ও ফিচার

গিজমোচায়নার রিপোর্টে বলা হয়েছে, এসেরন লিকুইড এস১৬২ই৪ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যার সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। রিয়ার ক্যামেরা সেটআপে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ০.০৮-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। আর সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। এটির ওজন ১৭৯ গ্রাম।

READ MORE:  iQOO 12 5G Discount: ফাটাফাটি ক্যামেরার এই 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে ১৬ হাজার টাকা ছাড়ে, রয়েছে ১৬ জিবি র‌্যাম | 50MP Camera 16GB Ram Smartphone iQOO 12 5G

Acerone Liquid S272E4 এর বিশেষত্ব

এসেরন লিকুইড এস২৭২ই৪ ডিভাইসে বড় ৬.৭-ইঞ্চি এইচডি প্লাস এলসিডি স্ক্রিন আছে, যা কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন এবং ৩৫০ নিট ব্রাইটনেস অফার করে। রিয়ার ক্যামেরা সেটআপে ২০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ০.৩ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর পাওয়া যাবে, যেখানে সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

READ MORE:  বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই Samsung স্মার্টফোন, এখন ৮০০০ টাকার কমে কেনার সুযোগ

S162E4 এর মতো এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ আছে। এটিও অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। এর ওজন ২০০ গ্রাম। বর্তমানে স্মার্টফোন দুটির দাম সম্পর্কে কিছু জানানো হয়নি।

ভারতে এই সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে Acer

ভারতে স্মার্টফোন আনার জন্য এসারের দেশীয় কনজিউমার ইলেকট্রনিক্স স্টার্টআপ ইন্ডকাল টেকনোলজিসের সাথে হাত মিলিয়েছে। ইন্ডকাল টেকনোলজিস ভারতে এসার স্মার্টফোনের ডিজাইন, উৎপাদন এবং ডেলিভারির কাজ করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  দমদার পারফরম্যান্সের সাথে আসছে Realme GT 7 Pro এর রেসিং এডিশন, বড় ব্যাটারি সহ থাকবে ট্রিপল ক্যামেরা

Scroll to Top