বিক্রম ব্যানার্জী, কলকাতা: সমস্ত বাধা পেরিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে শক্তসমর্থ প্রতিপক্ষ বেছে নিয়েছে রোহিত শর্মার ভারত। রবিবার নিজেদের চেনা দুবাইয়ের মাঠে অজিদের বিপক্ষে আক্রমণ শানাতে নামবে ভারত (India Vs Australia)। যে ম্যাচের জন্য হাপিত্যেশ করে বসে রয়েছেন ভারতীয় সমর্থক মহল। এমতাবস্থায়, কানে আসছে নতুন খবর, সূত্র বলছে, শুধুমাত্র রোহিত বিরাটরাই নন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরও।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
রবিতে কখন শুরু হচ্ছে রোহিত বনাম স্মিথদের ম্যাচ?
কিউই বধের পর এবার ভারতের প্রতিপক্ষ চেনা শত্রু অস্ট্রেলিয়া। আজ অর্থাৎ রবিবার আইসিসির নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর 2টো বেজে 30 মিনিটে শুরু হবে শর্মা বাহিনী বনাম স্মিথ বাহিনীর খেলা। মরু দেশের এই লড়াই দেখতে স্টার স্পোর্টসের বেশ কিছু চ্যানেল ও অনলাইন OTT প্ল্যাটফর্ম JioHotstar-এ নজর রাখতে হবে দর্শকদের। বলা বাহুল্য, ম্যাচ শুরুর আগে দুপুরে দুটোর নির্ধারিত সময়ে শুরু হবে টস প্রক্রিয়া। এখন দেখার ধারাবাহিক পরাজয়ের পর অজিদের বিপক্ষে কয়েনের লড়াইয়ে রোহিত শর্মা জেতেন কিনা?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছেন শচীনও
রবিবার রোহিত শর্মাদের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন ভারতীয় ক্রিকেটের ভগবান তথা মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার! হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের পাশাপাশি জোর কদমে চলছে মাস্টার্স লিগ 2025। এই লিগে মূলত 6টি দেশের প্রাক্তন কিংবদন্তি তারকারা দলকে নেতৃত্ব দিচ্ছেন। যেখানে ভারতের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তেন্ডুলকরের ওপর। এই লিগেই আগামীকাল অর্থাৎ সোমবার ইন্ডিয়া ব্লাস্টার্স শেন ওয়াটসনের অস্ট্রেলিয়া ব্লাস্টার্সের মুখোমুখি হতে চলেছে। আর এই ম্যাচেই ব্যাট হাতে 22 গজে দেখা মিলবে শচীনের।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কোথায় এবং কখন গড়াবে এই ম্যাচ?
আন্তর্জাতিক মাস্টার্স লিগ 2025 মরসুমের 3 ম্যাচের 3টিতেই জিতেছে শচীনের ইন্ডিয়া ব্লাস্টার্স। বর্তমানে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। যেখানে অস্ট্রেলিয়া ব্লাস্টার্স এখনও পর্যন্ত এই লিগে খাতাই খুলতে পারেনি। এবার সেই অজিদের বিরুদ্ধেই সোমবার অর্থাৎ 5 মার্চ ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে খেলতে নামবেন শচীনরা।
অবশ্যই পড়ুন: সেমিফাইনালের আগেই সঙ্গী হারালো ভারত! প্রয়াত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার
বলা বাহুল্য, আগামীকাল সন্ধ্যে 7:30 মিনিটে শুরু হবে ভারতীয় মাস্টার্স বনাম অস্ট্রেলিয়া মাস্টার্সদের ম্যাচ। বাড়িতে বসে এই ম্যাচ দেখতে হলে কালারস সিনেপ্লেক্স অথবা কালারস সিনেপ্লেক্স সুপারহিটস অন করে বসে থাকতে হবে। তবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এই ম্যাচের লাইভ সম্প্রচার উপভোগ করতে চাইলে বিকল্প শুধুই JioHotstar।