শুধু 7,000mah ব্যাটারি নয়, Honor 400 সিরিজের ফোনের প্রসেসরও চমকে দেবে

Honor 300 সিরিজ গত বছরের ডিসেম্বরে চীনে লঞ্চ হয়েছিল। এটি ব্র্যান্ডের প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন লাইনআপ হিসেবে বাজারে এসেছে। আবার এর মধ্যেই Honor 400 সিরিজের উপর কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর আসছে। Honor 300, 300 Pro, এবং 300 Ultra একদম নতুন মডেল হলেও এগুলির উত্তরসূরী মডেল সম্পর্কে নানা তথ্য অনলাইনে প্রকাশ হয়েছে। এখন Honor 400, Honor 400 Pro এবং Honor GT Pro ফোনগুলির প্রসেসর ফাঁস হয়েছে।

READ MORE:  আমজনতার জন্য খুশির খবর, Redmi A5 ও Poco C71 সস্তায় আসছে দেশের বাজারে

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন, Honor 400 Pro ফোনটি Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে। সিরিজের বেস মডেল Honor 400 আসবে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসটের সঙ্গে, যা এখনও লঞ্চ হয়নি। এটি Honor 300 ফোনে ব্যবহৃত Snapdragon 7 Gen 3 চিপের থেকে পাওয়ারফুল।

Honor GT Pro আলাদাভাবে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এটি Honor GT স্মার্টফোনের আপগ্রেড ভার্সন হিসাবে আসবে যা গত ডিসেম্বরে Honor 300 সিরিজের সাথে প্রকাশ হয়েছিল। এতে Snapdragon 8 Elite চিপসেট, ফ্ল্যাট ডিসপ্লে, ও সুপার লার্জ ব্যাটারি থাকতে পারে। এছাড়া, ডিজিটাল চ্যাট স্টেশন অতিরিক্ত কিছু জানায়নি।

READ MORE:  Vivo ফোন পছন্দ? ২০২৫ সালে কোম্পানির সেরা ক্যামেরা ও ফিচারের স্মার্টফোন এগুলি | Vivo Best Smartphones in 2025

উল্লেখ্য, আগে একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, Honor 400 লাইনআপে 7,000mAh বা তার চেয়ে বেশি ক্ষমতার ব্যাটারি থাকবে। যা নিঃসন্দেহে পূর্ববর্তী সিরিজের তুলনায় একটি বড় আপগ্রেড হবে। তবে কোন মডেলে থাকবে সেটা এখনও অজানা। চলতি বছরের মে মাস Honor 400 সিরিজ চীনে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। Honor ভারতে 200 এবং 200 Pro লঞ্চ করেছে। তাই অনরের আপকামিং ফোনগুলি এখানে আসবে বলে আশা রাখা যায়।

READ MORE:  Xiaomi Holi Sale Offer: Xiaomi আনল হোলি সেল, সনি ক্যামেরার সহ আসা Redmi Note 14 5G ফোনে লোভনীয় অফার | Redmi Note 14 5G Price

Scroll to Top