প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক মাস আগে দেশের একাধিক রাজ্যে রেশন বিলির সমস্যা দেখা গিয়েছিল। যার ফলে কোনো গ্রাহক প্রতি মাসে একের অধিক রেশন তুলছিল তো কোনো গ্রাহকের কপালে জুটছিল না রেশন। যার দরুন সেই সমস্যা নির্মূল করতে এক নয়া সিদ্ধান্ত গ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার। আর তা হল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক। যা এইমুহুর্তে বাধ্যতামূলক করা হয়েছে। আর এই রেশনের সঙ্গে আধারের লিঙ্ক করায় বর্তমানে রেশনের দুর্নীতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
রেশন ব্যবস্থায় নেওয়া হল এক নয়া প্রস্তাব
তবে শুধু রেশনের সঙ্গে আধার কার্ডের নম্বর সংযুক্তিকরণ নয়, কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থার উন্নতির পথ আরও সম্প্রসারিত করার ক্ষেত্রে নানা রকমের উদ্যোগ গ্রহণ করেছে। আর এই আবহেই শোনা যাচ্ছে এবার রেশন কার্ডের (Ration Card) সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর জুড়তে চলেছে। আসলে অনেকদিন ধরেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে রেশন কার্ড এর সংযুক্তিকরণ নিয়ে একটি আলোচনা হয়েই চলেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সচিবদের সঙ্গে। কারণ সরকার চাইছে রেশন কার্ডের মাধ্যমে গ্রাহকদের প্রতি মাসে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে। আর সেই সূত্রেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নয়া প্রস্তাব প্রকাশ্যে এল।
রেশন কার্ডের সঙ্গে জুড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর!
জানা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্যসচিবের সঙ্গে প্রতিটি রাজ্যের খাদ্যসচিবদের বৈঠক হয়েছিল। আর সেই বয়জোকে রেশন ব্যবস্থার পথ আরও প্রশস্ত করতে একের পর এক উদ্যোগ নেওয়ার কথা উঠেছিল। আর এই প্রসঙ্গে উঠে এসেছে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর সংযুক্তিকরণ। সূত্রের খবর, সেই প্রস্তাবে রেশন বণ্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত ২০১৫ সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে। অর্থাৎ এই নয়া সংশোধন অনুযায়ী, নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের ই-কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে, সেই সময় রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করবে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
তবে হঠাৎ করে রেশনের সঙ্গে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সংযুক্তিকরণ নিয়ে গ্রাহকদের মনে নানা প্রশ্ন জমে রয়েছে। যার মধ্যে অন্যতম হল কেন এই পদক্ষেপ? আর তাতেই আশঙ্কা করা হচ্ছে যে, ভবিষ্যতে কি তবে রেশনে চাল-গম বিলির বদলে প্রত্যেক গ্রাহকের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হবে। অর্থাৎ রেশন ব্যবস্থার নীতি সম্পূর্ণ বদলে নগদ ভর্তুকির পথে হাঁটার ব্যবস্থা করছে কি কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক? যদিও এখনো পর্যন্ত এই ব্যাপারে স্পষ্ট কোনো নোটিশ বা বিজ্ঞপ্তি উঠে আসেনি।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।