শুরু হয়েছে Honor Days Sale, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফাস্ট চার্জিংয়ের ফোন সস্তায় | Honor 200 Pro Lite Price

Honor দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারে অনুপস্থিত থাকার পরে কিছু দুর্ধর্ষ ফিচারের ফোনের সাথে ফের মার্কেটে এন্ট্রি নিয়েছে। নতুন ডিভাইসগুলি দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী বিল্ড কোয়ালিটি অফার করে। বর্তমানে অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে চলছে Honor Days Sale। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই সেল চলবে। সেল চলাকালীন, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের ফোন বিশেষ ছাড়ে কেনা যাবে।

Honor Days Sale এর অফার

Honor 200 Pro 5G এর দাম ও ফিচার

অনার ২০০ প্রো ৫জি এর ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে এখন ৩৪,৯৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। আবার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে ২,০০০ টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হবে। স্পেসিফিকেশনের কথা বললে আছে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর। ফটোগ্রাফির জন্য, এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল তৃতীয় ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি এবং ভিডিও কলের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  ২৭ হাজার টাকা ডিসকাউন্ট, সবচেয়ে সস্তা এই ফোল্ডেবল ফোনে আছে সেরা ফিচার সহ দুর্দান্ত ক্যামেরা

Honor 200 5G এর অফারে দাম ও স্পেসিফিকেশন

অনার ২০০ ৫জি এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ২৪,৯৯৮ টাকায় পাওয়া যায়, আর নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে ২,০০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হবে। ফিচার হিসেবে এই ফোনে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে আছে এবং এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত। ক্যামেরার কথা বললে, এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল থার্ড ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই স্মার্টফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারির আছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  ইউনিক ক্যামেরা সেটআপ ও চমকানো লাইট সহ নতুন Tecno ফোন ভারতে লঞ্চ হচ্ছে

Honor 200 Lite 5G এর মূল্য ও ফিচার

অনারের জনপ্রিয় এই ফোনের ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ১৮,৯৯৮ টাকায় পাওয়া যাবে। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ২,০০০ টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হবে। এই ফোনে পাওয়া যাবে ৬.৭-ইঞ্চি ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর। এর প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং ব্যাক প্যানেলে ২ মেগাপিক্সেল থার্ড ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। সঙ্গে থাকছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি।

READ MORE:  মোবাইলে খেলতে পারবেন বড় বড় গেমস! বাজেট-ফ্রেন্ডলি গেমিং ফোন আনল Asus

Scroll to Top