প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: পহেলগাঁও (Pahalgam) হামলায় জঙ্গিদের নারকীয় হত্যাকাণ্ড দেশ জুড়ে ক্ষোভের সঞ্চার ঘটিয়েছে। গোটা বিশ্ব এইমুহূর্তে প্রতিশোধের আগুনে লিপ্ত হয়েছে। ইতিমধ্যেই লস্কর ই তৈবার একটি সংগঠন পহেলগাঁও জঙ্গি হামলার দায় স্বীকার করেছে। এদিকে এই ঘটনায় পাকিস্তানের যোগসূত্র থাকার সন্দেহে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। ভিসা বাতিল থেকে শুরু করে সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়েছে। আর এই আবহে পহেলগাঁও-এ নৃশংস হামলার নিন্দায় একযোগে সরব হয়েছে আন্তর্জাতিক নেতৃত্ব। বেঞ্জামিন নেতানিয়াহু থেকে শুরু করে ইমানুয়েল ম্যাক্রোঁ-একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ফোন করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
পহেলগাঁও-এ নৃশংস হামলার শোকপ্রকাশ বিশ্বের
সূত্রের খবর, পহেলগাঁও জঙ্গি হামলার পরেই বিদেশমন্ত্রক ২০ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পহেলগাঁও হামলা নিয়ে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে আমেরিকা এবং চিনের রাষ্ট্রদূতরা যেমন উপস্থিত ছিলেন ঠিক তেমনই জার্মানি, জাপান, পোল্যান্ড, রাশিয়া, ব্রিটেনের মতো দেশের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। প্রায় ৩০ মিনিট ধরে ২০টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন বিক্রম মিসরি। আর এই বৈঠকের পরেই হামলার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একের পর এক রাষ্ট্রনেতা ফোন করে শোক প্রকাশ করেছেন।
মোদির পাশে বেঞ্জামিন ও জর্জিয়া
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইজরায়েলের জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এবং এই হামলাকে “কাশ্মীরে ইসলামপন্থী সন্ত্রাসী হামলা” বলে নিন্দা করেছেন। এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। অপরাধীদের এবং তাদের সমর্থকদের বিচারের আওতায় আনার জন্য দৃঢ় সংকল্প করেছেন। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও এই হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সাথে ফোনে কথা বলার সময় শোকপ্রকাশ করেছেন। এই হামলার তীব্র নিন্দা করে তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইতালির পূর্ণ সমর্থন রয়েছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
হামলার বিরুদ্ধে আমেরিকার বিবৃতি
অন্যদিকে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং এই হামলাকে “জঘন্য” বলে নিন্দা করেছেন। এছাড়াও তিনি ভারতের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন, বলেছেন যে এই ধরনের বর্বরতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। জানা গিয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পহেলগাঁও হামলা নিয়ে বিশেষ বিবৃতি দিয়েছে আমেরিকার বিদেশ দপ্তর। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদেশ সচিব মার্কো রুবিও স্পষ্ট জানিয়েছেন যে আমেরিকা ভারতের পাশে রয়েছে। অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়া হোক।
প্রসঙ্গত, গতকাল জম্মু ও কাশ্মীর পুলিশ পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত তিন সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে। দুজন পাকিস্তানি নাগরিক: হাশিম মুসা ওরফে সুলেমান এবং আলি ভাই ওরফে তালহা। তৃতীয়জন, আব্দুল হুসেন থোকার যে কিনা কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা। তাদের ধরার জন্য পুলিশ ২০ লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।