সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা, ঝেঁপে নামবে বৃষ্টি! কি বলছে আবহাওয়া দফতর?

ফেব্রুয়ারি মাসের মধ্যম সপ্তাহ চললেও বেশ ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে। আজ সকাল থেকে বেশ ভালো রকম ভাবে ব‌ইছে উত্তরে হাওয়া। তাপমাত্রা নেমেছে দু তিন ডিগ্রি। কখন‌ও গরম কখন‌ও ঠান্ডা শরীর খারাপ হ‌ওয়ার আদর্শ সময় হয়ত এটিই।

আবহাওয়া বেশ ভালো রকমের শুষ্ক। ‌ চলুন সব মিলিয়ে দেখে নেওয়া যাক আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে, যেমন আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৯শে ফেব্রুয়ারি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে মাঝারি পরিমান বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

READ MORE:  WB Land Dept. Clerk Recruitment 2025: রাজ্যের যেকোনো জেলা থেকে আবেদন, ভূমি দফতরে একাধিক নিয়োগ করছে পশ্চিমবঙ্গ সরকার | Government Of West Bengal Job

উল্লেখ্য, ১৯শে ফেব্রুয়ারি তিলোত্তমাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গেছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে তাপমাত্রা। যদিও তারপর থেকে আবার বাড়বে তাপমাত্রা। আজ শুক্রবার দক্ষিণের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসেরও কম।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে শীতের আমেজ থাকবে। সমস্ত জেলাতেই তাপমাত্রা কিছুটা নামবে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের মানুষ উপভোগ করবেন ঠান্ডা। যদিও এই আরাম খুব বেশি দিনের জন্য স্থায়ী নয়। আগামী সপ্তাহ থেকেই ফের পারদ ঊর্ধ্বমুখী হবে।

READ MORE:  ‘বাংলাদেশের মতো অবস্থা হয়ে যাবে’, গোয়েন্দা ব্যর্থতা নিয়ে রাজ্য সরকারকে ভর্ৎসনা হাইকোর্টের

 

Scroll to Top