সবচেয়ে কম দামে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Realme 5G ফোন, এখান থেকে অর্ডার করুন

আপনি যদি ভালো ক্যামেরা স্মার্টফোন কিনতে চান তাহলে আপনার জন্য সুখবর। রিয়েলমি তাদের একটি ফোনের সাথে অবিশ্বাস্য ডিল অফার করছে। এই ডিল পাওয়া যাচ্ছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Realme 11 Pro+ 5G ফোনের উপর। ফলে স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে কেনা যাবে। দুর্দান্ত ক্যামেরা ছাড়াও এতে রয়েছে লেদার ফিনিশ ডিজাইন। আর গেমিংয়ের মতো ভারী কাজের জন্যেও ফোনটি কার্যকরী।

২০০ মেগাপিক্সেল ক্যামেরার Realme 11 Pro+ 5G ফোনের উপর ছাড়

রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৩১,৯৯৯ টাকা। তবে অ্যামাজন এর উপর ১৬% ছাড় দিচ্ছে। ডিসকাউন্টের পল ফোনটি মাত্র ২৬,৪৯৯ টাকায় কিনতে পারবেন। আপনি চাইলে ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারেন। অ্যামাজন নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৭৯৫ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়াও অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।

READ MORE:  এবার আসছে ফোল্ডেবল আইফোন, দাম শুনলে আঁতকে উঠবেন, লঞ্চের সময় সহ ডিজাইন ফাঁস

Realme 11 Pro+ 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ডিভাইসে আছে ৬.৭ ইঞ্চি AMOLED প্যানেল স্ক্রিন দিয়েছে। এর ডিসপ্লে এইচডিআর১০ প্লাস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯৫০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলবে।পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

READ MORE:  Samsung Galaxy F06 নাকি Moto G35, ক্যামেরা, পারফরম্যান্স ও ব্যাটারির দিক থেকে কোন ফোন এগিয়ে | Samsung Galaxy F06 vs Moto G35 Compare

আরও পড়ুনঃ বিশ্বের সেরা ১০ সেলফি ক্যামেরা স্মার্টফোন, রিয়ার ক্যামেরাও ফাটাফাটি

ফটোগ্রাফির জন্য রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে থাকছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Instagram Night Mode: ইনস্টাগ্রামের ডিফল্ট ক্যামেরায় এল নতুন ফিচার, কম আলোতেও উঠবে উজ্জ্বল ছবি | OnePlus 13

Scroll to Top