প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: অবশেষে অপেক্ষার অবসান ঘটল। ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট (Budget 2025) ঘোষণা শুরু হয়েছে আজ ১ ফেব্রুয়ারি। সকাল ১১টায় শুরু হয় বাজেট বক্তৃতা। এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ইতিমধ্যে কৃষি, শিক্ষা, বিদ্যুৎ, বিমানবন্দর এবং ক্ষুদ্রশিল্প-সহ ইত্যাদি সেক্টর নিয়ে বিভিন্ন প্রকল্পের লক্ষ্যমাত্রা জানিয়েছেন তিনি। আর এই আবহে বাজেটে গিগ কর্মীদের নিয়েও একাধিক পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার।
কপাল খুলল গিগ কর্মীদের!
আসলে কুইক কমার্স অ্যাপ যেমন জেপ্টো, ব্লিঙ্কইট, সুইগি, জোমাটো, ইন্সটামার্টের মত জায়গায় যে সকল কর্মীরা ডেলিভারির কাজ তারাই মূলত গিগ কর্মী। নীতি আয়োগের এক রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, ২০২০-২১-এ দেশে গিগ-কর্মীর সংখ্যা ছিল ৭৭ লক্ষ। কিন্তু গত বছর অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত ভারতে গিগ কর্মীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২০ মিলিয়ন। বহু দিন ধরে গিগ-কর্মীদের সংগঠন IFAT অর্থাৎ ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ-বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স এর দাবি ছিল যে, গিগ-কর্মীদের অভিন্ন পরিচয়পত্র দেওয়া হোক। এবং অ্যাপের মাধ্যমে সামাজিক সুরক্ষা দেওয়া হোক। এবার সেই আবেদনে সবুজ সংকেত দিল সরকার।
থাকবে স্বাস্থ্যবিমার সুবিধা!
আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন চলতি বাজেটে ঘোষণা করে জানান যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের গিগ কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকার সচিত্র পরিচয়পত্র দেওয়া হবে এবং রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবে। এবং কেন্দ্রে ই-শ্রম পোর্টালে সেই সুবিধা পাবেন গিগ কর্মীরা। এর পাশাপাশি স্বাস্থ্যবিমার সুযোগও থাকছে ওই সব কর্মদের জন্য। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় সকল কর্মীদের স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হবে।
শিক্ষাক্ষেত্রেও নেওয়া হল বড় উদ্যোগ
শুধু তাই নয়, গিগ কর্মীদের মত অসংগঠিত ক্ষেত্রের কর্মীরাও ব্যাঙ্ক থেকে এবার বেশি অঙ্কের ঋণ পেতে পারেন। জানা গিয়েছে ৩০ হাজার টাকার সীমা সহ UPI লিঙ্কড ক্রেডিট কার্ড দেওয়া হবে তাদের। এর সঙ্গে শহরে শ্রমিকদের জীবনযাপনের মানোন্নয়নেও নজর দেওয়া হবে সরকারি তরফে। এছাড়াও ২০২৫-২৬ পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা করেছেন। যেখানে বলা হয়েছে দেশের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালগুলি মিলিয়ে শিক্ষার্থীদের জন্য আগামী ৫ বছরের মধ্যে আসন সংখ্যা ব্যাপক হারে বাড়ানো হবে। এমনকি IIT গুলিতে আসন সংখ্যা বাড়ানো হবে।
আরও পড়ুনঃ ১২ লক্ষ পর্যন্ত আয়কর ছাড়, চাকরি থেকে দ্বিগুণ সুদ! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল নয়া পূর্ণাঙ্গ বাজেটে এবার কর ছাড়ের ক্ষেত্রে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জানা গিয়েছে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর শূন্য ঘোষণা করেন তিনি। এই প্রথম আয়করে এত বিপুল ছাড় দেওয়া হল কোনো বাজেটে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছেন আগামীকাল অর্থাৎ সোমবার সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। আর আয়করের এই নতুন আইন তৈরি হলে মধ্যবিত্ত করদাতারা যে যথেষ্ট সুরাহা পাবেন তা আর বলার অপেক্ষা রাখে না।