সস্তা হবে বৈদ্যুতিক গাড়ি, বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

আজ সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর মকুবের ঘোষণা করেছেন তিনি। শনিবারের বাজেটে প্রচুর পণ্যের শুল্ক ছাড় বা কমানো হয়েছে। মোবাইল ফোন থেকে শুরু করে ইলেকট্রিক গাড়িতে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারিতে শুল্ক ছাড়ের ঘোষণা করা হয়েছে। ফলে ব্যাটারি উৎপাদনের খরচ কমলে বৈদুতিক গাড়ি সস্তা হবে বলে মনে করছে শিল্প মহল।

READ MORE:  Chhattisgarh Budget: দোলের আগেই সস্তা হল পেট্রোল, দাম কমানোর ঘোষণা সরকারের | Petrol Price Down In Chhattisgarh

ব্যাটারি উৎপাদনে কাজে লাগে এমন অতিরিক্ত ৩৫টি উপাদান সম্পূর্ণ মৌলিক শুল্ক থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব পেশ করা হয়েছে বাজেটে। লিথিয়াম-আয়ন ব্যাটারি, কোবাল্ট, এবং তামার মতো গুরুত্বপূর্ণ খনিজের স্ক্র্যাপের উপর শুল্ক প্রত্যাহার হয়েছে। ফলে ব্যাটারি তৈরির খরচ ব্যাপকভাবে হ্রাস করবে বলে আশা করা হচ্ছে। আবার ব্যাটারি উৎপাদনের মূল কাঁচামাল আরও সহজলভ্য হতে চলেছে।

READ MORE:  ‘বাংলার সরকারি কর্মীদের দিতে হবে না ট্যাক্স!’ DA দাবির মধ্যেই বড় মন্তব্য

কেন্দ্রীয় অর্থমন্ত্রী সদ্য ঘোষিত বাজেটে কোবাল্ট পাউডার, লিথিয়াম-আয়ন ব্যাটারির স্ক্র্যাপ, সীসা, দস্তা সহ আরও ১২টি গুরুত্বপূর্ণ খনিজগুলির উপর সম্পূর্ণ শুল্ক ছাড়ের প্রস্তাব করেছেন। এই পদক্ষেপের লক্ষ্য, দেশে এগুলির উৎপাদনের সহায়ক পরিবেশ গড়ে তোলা। উল্লেখ্য, আগে লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং কোবাল্ট পাউডারের বর্জ্য এবং স্ক্র্যাপের উপর ৫ শতাংশ হারে শুল্ক চাপানো হত।

এছাড়াও, বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজের কাস্টম ডিউটি ২.৫ শতাংশ থেকে ১০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করত। বর্তমানে, ভারতে তৈরি বৈদ্যুতিক গাড়ি চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা ব্যাটারির উপর নির্ভরশীল। সরকারের লক্ষ্য, দেশের মাটিতেই ব্যাটারি সেল উৎপাদন। যা বাস্তবায়িত হলে আমদানি নির্ভরতা কমিয়ে ইলেকট্রিক ভেহিকেলের প্রসার ঘটবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Hero Xtreme 160R 4V Mileage: দেশের একমাত্র ১৫০ সিসি মোটরসাইকেল যা প্রতি লিটারে ৫০ কিলোমিটার মাইলেজ দেয় | Best Fuel Efficient Bike

Scroll to Top