লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

সস্তায় Realme C75 & C73 5G আসছে, 128GB স্টোরেজ সহ!

Published on:

Realme P3 সিরিজের লঞ্চের রেশ না কাটতেই, ভারতে আরও একটি নতুন স্মার্টফোন লাইনআপ আনতে চলেছে রিয়েলমি। কোম্পানির দুই নয়া 5G বাজেট ফোন হিসাবে, Realme C75 ও C73 এই মাসেই লঞ্চ হতে চলেছে। তারিখ এখনও প্রকাশ না হলেও, একটি রিপোর্ট ফোনগুলির মেমরি অপশন, কালার ভেরিয়েন্ট, এবং লঞ্চ টাইমলাইন ফাঁস করেছে।

Realme C75 ও C73 এপ্রিলে ভারতে আসছে

৯১ মোবাইলেসর একটি প্রতিবেদন অনুসারে, রিয়েলমি সি৭৫ ৫জি ভারতে দুটি মেমরি কনফিগারেশনে উপলব্ধ হবে। প্রথমটি হল ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং দ্বিতীয়টি ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ অফার করবে। স্মার্টফোনটির ভারতীয় ভেরিয়েন্টের মডেল নম্বর আরএমএক্স৩৯৪৩। এটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে – পার্পল ব্লসম, লিলি হোয়াট, এবং মিডনাইট লিলি।

READ MORE:  Nothing Phone 3a Pro Camera: সাধ্যের মধ্যে দুর্দান্ত ক্যামেরা অফার করবে Nothing Phone 3a সিরিজ, আসছে কবে | Nothing Phone 3a Pro Battery

অন্যদিকে, রিয়েলমি সি৭৩ ৫জি এর ভারতীয় ভেরিয়েন্টের মডেল নম্বর আরএমএক্স৩৯৪৫। প্রথম মডেলটির মতোই স্মার্টফোনটি দুটি মেমরি অপশনে উপলব্ধ হবে। প্রথমটিতে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং দ্বিতীয়টিতে ৬ জিবি + ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি ক্রিস্টাল পার্পল, জেড গ্রিন ও অনিক্স ব্ল্যাক নামের তিনটি রঙে লঞ্চ হতে পারে।

উল্লেখ্য Realme RMX3943 বা C75 5G আগে ক্যামেরা FV5 সার্টিফিকেশনে দেখা গিয়েছিল। এতে এফ/১.৮ অ্যাপারচার, ২৮.৪ মিমি লেন্স এবং ১৪৪০x ১০৮০ পিক্সেলের ছবির রেজোলিউশন উল্লেখ করা হয়েছে। হ্যান্ডসেটটি Geekbench প্ল্যাটফর্মেও দেখা গিয়েছে। এটি Android 15 অপারেটিং সিস্টেমের উপস্থিতি নিশ্চিত করে। ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার হতে পারে।

READ MORE:  নতুন Samsung Galaxy S25 আলট্রা ও S25 প্লাসে ফোনে চার্জিং সমস্যা, লাখ টাকা খরচ করে দুর্ভোগে ক্রেতারা | Samsung Galaxy S25 Ultra S25 Plus Charging Problem

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.