সস্তায় পাবেন আর ১৪ দিন, পয়লা এপ্রিল থেকেই সমস্ত গাড়ির দাম বাড়াচ্ছে Maruti

২০২৪-২৫ অর্থবর্ষের শেষ লগ্নে উপস্থিত দেশ। নতুন অর্থবছর শুরুর আগেই গাড়ির দামবৃদ্ধির ঘোষণা করল ভারতের বৃহত্তম অটোমোবাইল কোম্পানি মারুতি সুজুকি (Maruti Suzuki)। এপ্রিল থেকে সমস্ত গাড়ির দাম ৪% পর্যন্ত বাড়াতে চলেছে ইন্দো জাপানি সংস্থাটি। দাম বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা হতেই মারুতি সুজুকির শেয়ার মূল্য ২% উঠেছে। আগামী মাস থেকেই নতুন দাম প্রযোজ্য হবে।

কেন বাড়ছে মারুতি সুজুকি গাড়ির দাম?

দাম বৃদ্ধির পক্ষে কোম্পানির যুক্তি, “ক্রমবর্ধমান ইনপুট খরচ এবং পরিচালন ব্যয়ের কারণে, ২০২৫ সালের এপ্রিল থেকে গাড়ির দাম বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। দাম বৃদ্ধি ৪% পর্যন্ত হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এই বৃদ্ধির হার মডেলের উপর নির্ভর করে পরিবর্তিত হবে।”

READ MORE:  মাইলেজের রাজা Maruti-র এই গাড়ি, মাত্র ৪ লাখেই মধ্যবিত্তের চারচাকার স্বপ্নপূরণ করছে

১৭ মার্চ সোমবার শেয়ার মার্কেটকে এই কথা বলেছে মারুতি সুজুকি ইন্ডিয়া। অর্থাৎ, সব গাড়ির দাম যে ৪% করে বাড়বে তেমনটা নয়, বিভিন্ন গাড়ির মডেল এবং ভেরিয়েন্ট অনুযায়ী এই দাম আলাদা ভাবে বাড়তে পারে।

মারুতি সুজুকির বিক্রি

গত মাসে, মোট ১৯৯,৪০০ ইউনিট গাড়ি বিক্রি করেছে কোম্পানি, যা গত বছরের একই মাসে বিক্রি হওয়া ১৯৭,৪৭১ ইউনিটের তুলনায় ০.৯৭% বেশি। ফেব্রুয়ারিতে মোট বিক্রির মধ্যে রয়েছে ১,৬৩,৫০১টি অভ্যন্তরীণ বিক্রি, অন্যান্য কোম্পানির কাছে বিক্রি হয়েছে ১০,৮৭৮টি ইউনিট এবং ২৫,০২১টি ইউনিট রফতানি করা হয়েছে।

READ MORE:  Honda NWX 125 Design: Activa-র থেকেও ভাল স্কুটার আনছে Honda, দুর্দান্ত মাইলেজ সহ পাবেন অসাধারণ লুকস | Honda NWX 125 Scooter Patent Filed in India

গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ১৩.৫% কমেছে রফতানি। উল্লেখ্য, গত মাসে দেশের মধ্যে মারুতি সুজুকির যাত্রীবাহী গাড়ির বিক্রি ০.৩২% বেড়ে ১,৬০,৭৯১ ইউনিটে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের ১,৬০,২৭১ ইউনিট ছিল।

Scroll to Top