মোটোরোলা তাদের Razr সিরিজের অধীনে প্রতি বছর ফ্লিপ-ফোল্ড স্টাইলের ফোন লঞ্চ করছে। আর ২০২৫ সালেও তার ব্যতীক্রম হচ্ছে না। Motorola Razr 60 Ultra নিয়ে সম্প্রতি নানা জল্পনা শোনা যাচ্ছে। গত সপ্তাহে ফাঁস হওয়া রেন্ডারে ফোনটির ডিজাইন সামনে এসেছে। আবার গিকবেঞ্চে ফোল্ডেবল ডিভাইসটির হার্ডওয়্যার ডিটেলস প্রকাশ পেয়েছে। আর এখন FCC, TUV Rheinland এবং UL Solutions সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। এই প্ল্যাটফর্মগুলি ফোনটির ব্যাপারে অনেক তথ্য নিশ্চিত করেছে।
Motorola Razr 60 Ultra টিডিআরএ এবং এফসিসি সাইটে XT2551-6 মডেল নম্বরের সঙ্গে লিস্টেড হয়েছে। আবার এফসিসি ডেটাবেসে ফোনটির আরও দুটি মডেল নম্বর রয়েছে — XT2551-1 ও XT2551-2। এটি 5G এবং এনএফসি সমর্থন করবে। অন্যদিকে, UL Solutions (Demko) সার্টিফিকেশন ফোনটিতে ৩,৪১৫ এমএএইচ এবং ১,১২৫ এমএএইচ ডুয়াল ব্যাটারি সেল থাকবে বলে নিশ্চিত করেছে।
Motorola Razr 60 Ultra-র টোটাল ব্যাটারি ক্যাপাসিটি হবে ৪,৫৪০ এমএএইচ। উল্লেখ্য, পূর্বসূরী মডেলে ৪,০০০ এমএএইচ ব্যাটারি থাকার কারণে এটি বড় আপগ্রেড হতে চলেছে। TUV Rheinland প্রকাশ করেছে যে এতে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। তুলনাস্বরূপ, Razr 50 Ultra মডেলটি ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করতো। সার্টিফিকেশন সাইটগুলি এর থেকে বেশি তথ্য প্রকাশ করেনি।
প্রসঙ্গত, গিকবেঞ্চ বেঞ্চমার্ক সাইট Snapdragon 8 Elite চিপসেটের উপস্থিতি নিশ্চিত করেছে। অর্থাৎ এটি একটি ফ্ল্যাগশিপ ফোল্ডেবল হতে চলেছ। Razr 50 Ultra ফোনটিতে Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার হয়েছিল। নতুন ফোনটি অন্তত ১২ জিবি র্যাম অফার করবে এবং Android 15 অপারেটিং সিস্টেমে চলবে। এটি ইতিমধ্যেই ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস-এর ছাড়পত্র পেয়েছে। অর্থাৎ এ দেশেও আসতে চলেছে।