সীমিত সময়ের অফার, ৫৫০০ টাকা ডিসকাউন্টে কিনুন এই তিন জনপ্রিয় Motorola 5G স্মার্টফোন

আজ থেকেই ফ্লিপকার্টে শুরু হয়েছে বিগ সেভিং ডেজ সেল। ৫ মার্চ পর্যন্ত চলা এই সেলে Motorola-র বিভিন্ন স্মার্টফোন কেনা যাবে ৫,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে। তাই আপনি যদি মিড রেঞ্জে বা প্রিমিয়াম রেঞ্জে কোনো নতুন ফোন খোঁজ করে থাকেন তাহলে এটা দুর্দান্ত সুযোগ। এখানে আমরা ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে উপলব্ধ Motorola ফোনের উপর সেরা ৩ টি ডিল সম্পর্কে বলবো। আপনি এই ফোনগুলি ব্যাঙ্ক অফারের পাশাপাশি ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ বোনাস সহ কিনতে পারেন।

Motorola Edge 50 Ultra 5G

মোটোরোলা এজ ৫০ আল্ট্রা ৫জি এর ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ৪৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে এর সাথে ৫,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার ফ্লিপকার্টে অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারের মাধ্যমে আপনি এই ডিভাইসের দাম ৩১,২০০ টাকা পর্যন্ত কমাতে পারবেন। ফিচারের কথা বললে এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এই মোটোরোলা ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসরে চলে।

READ MORE:  Samsung ফোনে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক One UI 7 বিটা কীভাবে ডাউনলোড ও ইন্সটল করবেন?

Motorola Edge 50

মোটোরোলা এজ ৫০ এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ২১,৯৯৯ টাকায় কেনা যাবে। ব্যাঙ্ক অফার হিসাবে অতিরিক্ত ১,১৫০ টাকা পর্যন্ত ছাড়ে ডিভাইসটি কেনা যাবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা এই ফোনে ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। আবার ১৪,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। ফিচারের কথা বললে, এতে ৬.৬৭ ইঞ্চি 1.5K pOLED ডিসপ্লে আছে। এর প্রাইমারি রিয়ার ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। প্রসেসরের কথা বললে, এই ডিভাইসে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে।

READ MORE:  Best Flagship Smartphone: সদ্য লঞ্চ হওয়া Samsung Galaxy S25 5G ফোনে ১৫ হাজার টাকা ছাড়, এখানে জবরদস্ত অফার

Motorola Edge 50 Neo

মোটোরোলা এজ ৫০ নিও এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ফ্লিপকার্টে ২১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার এর সাথে ১,১৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা এই ফোনে ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। এর সাথে ১৪,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। এই স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চি 1.5K pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি রিয়ার ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট।

READ MORE:  Samsung Galaxy S25 ফোনের সস্তা ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হচ্ছে, দাম কত